Abhishek Banerjee Birthday : অভিষেকের জন্মদিনে বিশেষ যজ্ঞ! মধ্যরাতে বড়মার মন্দিরে রাজ্যের দাপুটে মন্ত্রী – abhishek banerjee birthday partha bhowmick minister visits naihati bora maa temple for special puja


মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মধ্যরাত থেকে শুরু হয়ে গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের জন্মদিন উদযাপন। সৌজন্যে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। দলনেতার জন্মদিনে কোনও রাজনীতি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু গোটা বঙ্গবাসীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দেন সেচমন্ত্রী পার্থ। অভিষেকের জন্মদিন উপলক্ষে সেখানে আয়োজন করা হয় বিশেষ যজ্ঞ।

সম্প্রতি উদ্বোধন হয় নৈহাটির বড়মা মন্দিরের। অভিষেকের মঙ্গল কামনায় আয়োজিত বিশেষ পুজোয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যসহ শাসকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

partha bhowmick bora maa

যজ্ঞ করছেন মন্ত্রী পার্থ ভৌমিক। নিজস্ব ছবি।

তবে এদিনের এই বিশেষ পুজোর পিছনে কোনও রাজনীতি নেই বলেই জানিয়েছন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাজনৈতিক বক্তব্য রাখতে চাননি তিনি। পার্থ জানিয়েছেন, তাঁর অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে দলনেত্রী ও দলনেতার মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, অভিষেকের চোখের সমস্যার যাতে দ্রুত সমাধান হয়, বড়মার কাছে তিনি সেই প্রার্থনা করেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক। বড়মার কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করেছি। বাংলার সবার জন্য প্রার্থনা করেছি। বড়মা যেন সবাইকে ভালো রাখেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক কুশল কামনা করলাম। তিনি যেন দীর্ঘায়ু লাভ করেন। এখানে আমি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না। রাজনীতি নিয়ে কথাও বলব না।’

Boro Maa Naihati : দীপান্বিতা অমাবস্যার জন্য আজ থেকেই নৈহাটির বড়মাকে দেওয়া যাবে পুজো, কী দেবেন-কী দেবেন না?
সেচমন্ত্রী আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়েছিলেন। তাঁর পায়ে সংক্রমণ হয়েছিল। বাংলার গরিব মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যেন দীর্ঘায়ু লাভ করেন, আমি বড়মার কাছে সেই প্রার্থনা করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এক আদে কখনও এমনভাবে অসুস্থ হননি। অভিষেকের জন্মদিন উপলক্ষেও যজ্ঞ আয়োজন করা হয়েছিল। তাঁর চোখের সমস্যা যাতে সেরে ওঠে, সেই প্রার্থনাও করেছি।’

উল্লেখ্য, নৈহাটির বড়মার পুজো ১০০ বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে নৈহাটিতে তৈরি করা হয়েছে বিশেষ মন্দির। কিন্তু চিরাচরিত রীতি মেনে মাটির তৈরির বিরাট কালী মূর্তি এবারও পূজিত হবে। এখন সেই প্রস্তুতি তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *