BJP vs TMC: ‘১০০ দিনের টাকা না পেলে সাংসদ খগেন মুর্মুকে আর ঢুকতে দেব না…’, ফের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের – tmc mla abdur rahim bakshi threats bjp mp khagen murmu over due wages of 100 days work


‘সাংসদ খগেন মুর্মুকে রতুয়ার বুকে আর ঢুকতে দেব না…’, ফের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল জেলা নেতৃত্ব। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে গঙ্গায় ছুঁড়ে ফেলার হুঁশিয়ারির এবার এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকার দাবিতে রতুয়ার সভা থেকে হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতির।

আব্দুর রহিম বক্সি বলেন, ‘১০০ দিনের টাকা না নেওয়া পর্যন্ত খগেন মুর্মু মহাশয়কে রতুয়ার বুকে আর ঢুকতে দিব না আমরা। একশ দিনের টাকা না পাওয়া পর্যন্ত বিজেপির কর্মীদের কোন আন্দোলন করতে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে কোন কাজ করতে আগামী দিনে দেবে না। এই হুঁশিয়ারি থাকবে বিজেপি কর্মীদের প্রতি। গরিব মানুষের পেটে ভাত নাই, সেই ভাতের ব্যবস্থা প্রথমে করতে হবে। তারপর ঝান্ডা নিয়ে আন্দোলন করুন। গরিব মানুষের মাথার উপর ছাদ নাই, সেই ছাদের ব্যবস্থা আগে করুন তারপর ঝান্ডা নিয়ে আন্দোলন করবেন।’

সোমবার সন্ধ্যার সময় মালদার রতুয়ায় ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে রতুয়ায় সভা করে তৃণমূল কংগ্রেস। আর এই সভায় বক্তব্য রাখার সময় হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, ‘আমি আজকে ছিলাম রতুয়ায় , দেখছি কতিপয় মানুষ বিজেপির ঝান্ডা নিয়ে ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে বলছে, ‘তৃণমূল চোর হ্যায়, তৃণমূল চোর হ্যায়। ৭০০০ কোটি টাকা বিজেপি আটকে রেখেছে। আর এই নিয়ে এখানকার সাংসদ খগেন মুর্মু সাহেব একটাও কথা বলছেন না। মালদায় চারজন বিজেপির বিধায়ক আছেন তারা একটাও কথা বলছেন না। আর এখানে এসে উস্কে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে খগেন মুর্মু মহাশয় এখান থেকে মানুষের মধ্যে এক ধরনের দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিছু কিছু মানুষকে উসকে দিয়ে তিনি পাঠাচ্ছেন ব্লকের কাছে। তোমরা যাও যাতে তৃণমূলের সঙ্গে তোমাদের দ্বন্দ্ব বাধে।’

মঞ্চ থেকে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আক্রমণের পর নিজের বক্তব্যে অনড় থাকেন মালতিপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আবারও বলছি, সাংসদ কতিপয় মানুষকে উসকে দিয়ে বিডিও অফিস ঘেরাও করাচ্ছেন আর তৃণমূল কংগ্রেসকে গাল দিচ্ছেন আর চোর বলে বলছেন। আমি বলছি, তুমি যা বলছ বলো সিবিআই লাগাও, ইডি লাগাও তাতে কোন আমাদের আপত্তি নেই সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু, মানুষের ১০০ দিনের টাকা আনার জন্য তোমার কোনও তৎপরতা নেই। মানুষের কাজ যখন করতে পারছে না তখন এলাকায় ঢুকবে কেন। প্রথমে গরিব মানুষের হকের টাকা সেটা ফেরত দিতে হবে। না হলে রতুয়ার মানুষ ঠিক করেছেন এই সাংসদ এবং তার দলের কতিপয় মানুষকে এলাকায় ঢুকতে দেবেন না। তাদের প্রচার করতে দেবেন না। এই সাংসদ বড় বড় কথা বললে রতুয়ার মানুষ তাকে ছেড়ে কথা বলবে না।’

Udayan Guha : ‘আমাদের দিনহাটা বাহিনী আছে…’, বিরোধীদের হুঁশিয়ারি উদয়নের! শুরু বিতর্ক

রহিম বক্সীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, ‘কেন্দ্র সরকার টাকা দিয়েছে কিন্তু সেই টাকা রহিম বক্সির পকেটে গিয়েছে। তার দলের লোকেদের পকেটে গিয়েছে। গরিব মানুষের টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে গেছে। কোটি কোটি টাকার তারা হিসেব দিতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা। ওদের সবাইকে জেলখানায় ভরতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *