কী বললেন তৃণমূল বিধায়ক?
তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন হলদিয়ায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। সেখানেই বক্তৃতা রাখতে গিয়ে তিনি নিশানা করেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে। তাঁর কথায়, ‘ হলদিয়ায় তাপসী মণ্ডলের মতো এক অপদার্থ বিধায়ককে আপনারা নির্বাচিত করেছেন। কেউ কোনও কাজ করেননি। আপনারা সমর্থনটা দিয়েছেন, অন্য দলকে বোঝাননি। তাই উনি একদিন সিপিএমে যায়, আবার বিজেপিতে যায়।’
কী বললেন বিজেপি বিধায়ক?
তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, ‘হলদিয়ার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে বলেই আমাকে জিতিয়েছে। তৃণমূলকে আজ মানুষ চোর বলেই চেনে। তাই, তৃণমূল কোনও বিধায়কের মন্তব্যের উত্তর আমি দেব না।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘ এইসব মন্তব্য করে আসলে হলদিয়ার মানুষকে অসম্মান করছেন তিনি।’
কটাক্ষ সিপিএমের
দুই দলের বাদানুবাদে সরগরম হলদিয়ার রাজনীতি। তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই পক্ষের বাগযুদ্ধে কটাক্ষ করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘দুজনই একে অপরের পরিপূরক। দুজনেই অপদার্থ। তারাই আবার একে অপরকে অপদার্থ বলে চলেছে। এনিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’
উল্লেখ্য, মঙ্গলবার হকদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়ে আগামী লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে তৃণমূলকে জেতানোর ব্যাপারে কর্মীদের লক্ষ্যমাত্রা দেন তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হলদিয়া কেন্দ্রে তৎকালীন সিপিআইএম প্রার্থী তাপসী মণ্ডল জয়ী হন৷ পরে তিনি বিজেপিতে যোগদান করেন। যদিও, ২০২১ সালে বিজেপির টিকিট লড়েন তিনি। ১৪৮২৬ ভোটে জয়ী হন হলদিয়ার বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল। তৃণমূল কংগ্রেসের স্বপন নষ্করকে পরাজিত করেন তিনি। হলদিয়া, নন্দীগ্রাম কেন্দ্র দুটি বিজেপি ধরে রাখতে পারায় চাপ বাড়ে শাসক দলের অন্দরে। আগামী লোকসভা নির্বাচনে তাই এই দুটি কেন্দ্র থেকে ভালো ফলের আশায় ঝাঁপিয়ে পড়েছে শাসক দল। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল এদিন থেকে।