Kali Pujo 2023 : কেজি কেজি মুক্তো দিয়ে তৈরি হচ্ছে কালী! ব্যারাকপুরের প্রতিমা নিয়ে আগ্রহ তুঙ্গে – kali puja pandal of barrackpore area going to make kali idol with pearl


কালীপুজো আর খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা শহর ও জেলার কালীপুজোর মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ। কালীপুজোর জন্য উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা বিখ্যাত। বারাসত, দমদমে প্রত্যেক বছর কালীপুজোয় ভিড় করেন অসংখ্য মানুষ। এবার মুক্তো দিয়ে প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিতে চলেছে এই জেলার একটি ক্লাব।

মুক্তো দিয়ে বিরাট প্রতিমা

৯০ কেজি মুক্তো দিয়ে মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে হাবড়ায়। সেই কালী প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন স্থানীয় একটি হোমের কচিকাঁচারাই। যদিও কচিকাঁচাদের পরিচালনার দায়িত্বে রয়েছে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। সোনার, রূপা ও হিরে দিয়ে মূর্তি তৈরি করা ইন্দ্রজিতের পরিচিতি রয়েছে। ইতিমধ্যেই অনেকটাই শেষ হয়ে গিয়েছে মুক্তোর এই প্রতিমা তৈরির কাজ। কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাবে মুক্তোর মা কালী।

উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, প্রতিমায় ব্যবহৃত মুক্তো আসছে হায়দরাবাদ থেকে। দেবী মায়ের গোটা শরীর থাকবে মুক্তোখচিত। দেবী মূর্তির মাথার চুল তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে কালো রঙের মুক্তো। দেবীর পরনে থাকা বস্ত্রও মুক্তো দিয়ে তৈরি করা হবে। তবে দেবীর মুখে যে মুক্তো ব্যবহার করা হচ্ছে তার দাম সব থেকে বেশি বলে জানিয়েছেন শিল্পী।

হোমের শিশুরা মূর্তির কাজে হাত লাগিয়েছে

শিল্পী জানিয়েছেন, এই মূর্তি তৈরিতে কাজ করছেন বেসরকারি হোমের শিশুরাও। হোমের গণ্ডিতে আবদ্ধ না থেকে, তাদের মন ভালো রাখার জন্য ও ওই শিশুদের শিল্পীসত্ত্বা বিকশিত করার জন্য তাদেরকে এই কাজে লাগিয়েছেন শিল্পী। ওই শিশুদের প্রতিমা তৈরির কাজে উৎসাহ জোগাচ্ছেন ইন্দ্রজিতবাবু। নিরাপত্তার জন্য গোটা স্টুডিও সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে বলেও জানিয়েছেন শিল্পী। হোমের শিশুরাও দেবী প্রতিমাকে এভাবে সাজিয়ে তুলতে পেরে খুশি ও আনন্দিত। তবে শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে এখন ফুটে ওঠে মায়ের রূপ, সেই নিয়ে আগ্রহ রয়েছে।

শিল্পী ইন্দ্রজিৎ বলেন, ‘মুক্তো দিয়ে আগে দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম। কবে মা কালীর মূর্তি তৈরি করার সৌভাগ্য হয়নি। এবার ভেবেই রেখেছিলাম কালমূ্র্তি তৈরি করব, তাই করছি। ব্যারকপুরের একটি ক্লাবে এই প্রতিমা। সাড়ে ৯ ফুটের এই প্রতিমা তৈরি করতে এখনও অবধি ৯০ কেজি মূর্তি আনা হয়েছে। দরকার হলে আরও মুক্তো আনা হবে। টাকার হিসেব এখন বলা যাবে। মূর্তি তৈরি শেষ না হলে বলা যাবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *