Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ফের ইডিতে হাজিরা বরানগর পুরসভার চেয়ারপার্সনের, পেশ ব্যক্তিগত নথি – baranagar municipality chairperson aparna moulik submits documents at ed office in municipality recruitment scam


পুর নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর থেকে বেরিয়ে গেলেন বড়ানগর পুরসভা চেয়ারপার্সন অপর্ণা মৌলিক। দফতর থেকে বেরিয়ে তিনি জানান, তাঁর থেকে ব্যক্তিগত কিছু নথি চাওয়া হয়েছিল। সেইগুলিই তিনি এদিন দিতে এসেছিলেন। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলায়, বেশি কিছু বলতে চাননি তিনি।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ইডি দফতরে আবারও হাজিরা দেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক। গতকালও সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। সোমবার ইডি দফতরে প্রায় সাত ঘণ্টা ছিলেন অপর্ণা। তারপর এদিন ফের তাঁকে সেখানে ঢুকতে দেখা যায়। অপর্ণার পাশাপাশি, এদিন ইডি দফতরে হাজিরা দেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীও।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ঢুকতে দেখা যায় অপর্ণা মৌলিককে। তারও আগে ১০টা ২০ মিনিটে নাগাদ প্রবেশ করেন প্রশান্ত চৌধুরী। উভয়কেই বেশকিছু নথিপত্র নিয়ে সিজিওতে ঢুকতে দেখা যায়। ইডি সূত্রে খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি তাঁদের কাছ থেকে চাওয়া হয়। পুর নিয়োগে তাঁদের কী ভূমিকা ছিল, সেই বিষয়েই ইডি জানতে চাইছে বলে সূত্রের খবর।

এদিন ইডি দফতর থেকে বেরিয়ে অপর্ণা বলেন, ‘জিজ্ঞাসাবাদ চলছে, যা জিজ্ঞাসা করেছে বলেছি, যে নথিগুলো চেয়েছে দিয়েছি। ব্যক্তিগত কিছু নথি চেয়েছিল, দিয়ে দিয়েছি।’ তবে আপাতত তাঁকে আর ডাকা হয়নি বলেই জানান অপর্ণা মৌলিক।

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই। বিগত কয়েকদিনে লাগাতার রাজ্যের বেশকিছু জায়গায় হানা দিয়েছে ইডি ও সিবিআই-এর দল। অয়ন শীলের সূত্র ধরেই প্রথম প্রকাশ্যে আসে পুরসভা নিয়োগে দুর্নীতির বিষয়টি। এরপর তদন্তে নামে কেন্দ্রীয় এই দুই এজেন্সি। তদন্তে নেমে সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও হানা দেন সিবিআই কর্তারা। দীর্ঘ বেশ কয়েকঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। পাশাপাশি মদন মিত্র-সহ তৃণমূলের আরও বেশকিছু প্রথম সারির নেতার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সিগুলির এই তদন্তকে কটাক্ষ করতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশির প্রসঙ্গ উত্থাপন করে মমতা অভিযোগ করেন, তল্লাশির সময় বাড়িতে চিনির কৌটো, ঘিয়ের কৌটো, তেলের কৌটো উলটে দেওয়া হচ্ছে। এমনকী আলমারিতে ক’টা পোশাক আছে তারও ছবি তোলা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *