Sujata Mondal News : নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সুজাতা! দিনক্ষণ নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী – sujata mondal tmc leader says she will get married in 2024


নতুন বছরেই সুখবর! বিয়ের পিঁড়িতে বসতে পারেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। সম্প্রতি BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। কয়েক মাস আগেই সুজাতা জানিয়েছিলেন, তাঁর জীবনে এসেছেন নতুন এক ব্যক্তি। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। এদিকে এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ভোটে জয়ী হয়ে তাঁর দায়িত্বও বেড়েছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর ভোট এবং ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবনকেও গুছিয়ে নিতে চান সুজাতা।

ঠিক কী বলেছেন সুজাতা? কবে বিয়ে করছেন তিনি?
এই তৃণমূল নেত্রী জানান, নতুন বছরেই সকলকে সুখবর দেব আশা করছি। সুজাতার কথায়, “আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি কাজ নিয়ে। একটা দুর্ঘটনা তাড়াহুড়োতে করে ফেলেছিলাম। আর একই ভুল করব না। লোকসভা নির্বাচনের জন্য ব্যস্ততায় কাটবে।”

লোকসভা নির্বাচনের আগেই তাঁর বিয়ের সম্ভাবনা রয়েছে, জানান সুজাতা। তবে তিনি আরও বলেন, “আসলে এটা জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। তাড়াহুড়ো করে কোনও কাজ করব না।” যদিও এখনও পর্যন্ত হবু বরের নাম প্রকাশ করেননি তিনি।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সেই সময় সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র খাঁ। তিনি সেই সময় তাঁর ঘরের লক্ষ্মী ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। সুজাতাকে ডিভোর্স দেওয়ার কথাও শোনা গিয়েছিল সৌমিত্রর কণ্ঠে। সেই সময় অবশ্য সুজাতা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাননি।

পরে অবশ্য একাধিক বদল এসেছে এই সম্পর্কে। সৌমিত্রের বিরুদ্ধে বিভিন্ন সময় সুর চড়িয়েছেন সুজাতা মণ্ডল। তাঁকে রাতের বেলা বাড়িছাড়া হতে বাধ্য করেছিলেন সাংসদ, এমনও অভিযোগ তুলেছিলেন তিনি।

গত ১৬ জানুয়ারি তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলা শেষ হয়। আর এর কিছুদিন পরেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে এক মাথা সিঁদুর নিয়ে দেখা যায় তাঁকে। এই ছবি দেখার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে কি বিয়ে করছেন সুজাতা? ওঠে এই প্রশ্নও। সেই সময় সুজাতা মণ্ডল জানিয়েছিলেন, এখনও বিয়ে করেননি তিনি। তবে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এবার সেই বিয়ের দিনক্ষণ নিয়ে আভাস দিলেন সুজাতা। নতুন বছরেই নতুন জীবন শুরু, স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *