প্রবীর চক্রবর্তী: ‘কেন্দ্রীয় সরকারের মুখোশ খুলে দিচ্ছেন’। ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রের পাশে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘মহুয়ার কন্ঠস্বর কমাতে চিত্রনাট্য মেনে কাজ করছে এথিক্স কমিটি’।
৫ দিন পার। গত বৃহস্পতিবার ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে এথিক্স কমিটির সামনের হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু মাঝ-পথেই বৈঠক থেকে ওয়াকআউট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ-সহ বিরোধীরা। কক্ষের বাইরে চলে তুমুল বিক্ষোভ।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে মহুয়া বসেছিলেন, ‘এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন। বাজে প্রশ্ন করছেন’। সূত্রের খবর, এথিক্স কমিটির বৈঠকে রাতে কোন হোটেলে ছিলেন? কার সঙ্গে কথা বলেছেন? এ ধরনের ‘ব্যক্তিগত’ বিষয়েও প্রশ্নও করা হয়। শুধু তাই নয়, সেদিন রাতেই লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন কৃষ্ণনগরের সাংসদ। চিঠিতে এথিক্স কমিটিতে মৌখিক ভাবে ‘বস্ত্রহরণে’র অভিযোগ করেন তিনি।
এর আগে, ৩১ অক্টোবর মহুয়াকে প্রথমবার ডেকে পাঠিয়েছিল এথিক্স কমিটি। তখন অবশ্য যাননি তিনি। এত ‘তাড়া’ কেন এথিক্স কমিটির? প্রশ্ন তুলেছিলেন কুণাল।
আরও পড়ুন: Kalipuja 2023: কলকাতার সবচেয়ে উঁচু কালী, মায়ের মৃত্যুশোক বুকে চেপেই আরেক মায়ের চক্ষুদান শিল্পীর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)