Abhishek Banerjee News : অভিষেককে ফের তলব ED-র, বৃহস্পতিবার CGO-তে হাজিরার নির্দেশ – abhishek banerjee trinamool leader once again summoned by ed on recruitment scam case


জন্মদিনের পরের দিনই ED তলবের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সল্টলেক সিজিও কম্পলেক্সের দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ED। ইতিমধ্যেই হাজিরা দেওয়ার কথা বলে তৃণমূল সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে বলে ED সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।

ফের অভিষেককে তলব ED-র

ED সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে। এর আগে একাধিক দুর্নীতি ইস্যুতে তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শেষবার ৩ অক্টোবর ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচি থাকার কারণে তিনি হাজির হননি।

Abhishek Banerjee Birthday : সাদা-কালো ছেড়ে ফ্লোরাল প্রিন্ট! জন্মদিনে ছেলে কোলে অভ্যর্থনায় ভাসলেন ‘জননেতা’ অভিষেক
অভিষেকের ED সমনে ফের প্রতিহিংসার রাজনীতির কথা শোনা গিয়েছে তৃণমূলের গলায়। যদিও বৃহস্পতিবার তিনি হাজিরা দেবেন বলে শাসকদেলর তরফে জানানো হয়েছে। মে থেকে নভেম্বর মাস, এই পাঁচ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৬ বার ED ও CBI তলবের মুখে পড়তে হয়েছে। বৃহস্পতিবার অভিষেক কখন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন, সেদিকে নজর থাকবে।

তলবের মুখে অভিষেকের গোটা পরিবার

নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডেসর। সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিষেকের সংস্থায় হানা দিয়েছিল ED।

লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে হানা দেওয়ার পর ৬ অক্টোবর অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও ১১ অক্টোবর তাঁর স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়কে তলব করে ED। অভিষেকের বাবা ও মা ইডি আধিকারিকদের মুখোমুখি না হলেও, আইনজীবী মারফতর নথিপত্র পাঠিয়ছেন বলে জানা গিয়েছিল। অন্যদিকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী রুজিরা।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

তাঁকে ও তাঁর পরিবারকে ED-র তলব রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছিলেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘এই প্রথম নয়, আমার পরিবারকে আগেও একাধিকবার তলব করা হয়েছে। আমার স্ত্রী, শ্যালিকাকে তলব করা হয়েছিল। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। আমার মেরুদণ্ড এত দুর্বল নয়। নরেন্দ্র মোদীর কাছে তা কখনও নত হবে না। যত এইসব হবে আমার জেদ তত বাড়বে, বিজেপির বিরুদ্ধে লড়াই তত জোরাল হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *