ফের ছড়াল আতঙ্ক। বুধবার সকালেই কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হল বাংলায়। শুক্রবার রাতে নেপালে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। তারপর দফায় দফায় অনুভূত হয়েছে ভূমিকম্প। এরপরই ফের বুধবারও কম্পন অনুভূত হওয়ায় ছড়াল ব্যাপক আতঙ্ক। জানা গিয়েছে, এদিন সকালে কম্পন অনুভূত হয়েছে বাংলার আলিপুরদুয়ারে।
বুধবার সকাল ১০টা ৫১ নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় আলিপুরদুয়ারের। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। মাটির থেকে ১৪ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এই মৃদু কম্পনেও আতঙ্ক ছড়ায় এলাকায়। সদ্য হওয়া ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি ফিরে আসে এলাকাবাসীর মনে। যদিও হালকা কম্পন অনেকেই অনুভব করতে পারেননি তবে মুখে মুখে কম্পনের কথা ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
বুধবার সকাল ১০টা ৫১ নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় আলিপুরদুয়ারের। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। মাটির থেকে ১৪ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এই মৃদু কম্পনেও আতঙ্ক ছড়ায় এলাকায়। সদ্য হওয়া ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি ফিরে আসে এলাকাবাসীর মনে। যদিও হালকা কম্পন অনেকেই অনুভব করতে পারেননি তবে মুখে মুখে কম্পনের কথা ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
শুধু আলিপুরদুয়ারেই নয়, এদিন ভূমিকম্প হয়েছে অসমেও। অসমের হাইলাকান্দি এলাকাতেও অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে অসমে কম্পনের মাত্রা ছিল ৪.১। মাটির ৩৮ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ঘড়িতে ১০টা ৫৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে মাটি। অসম থেকেও ক্ষয়ক্ষতির কোনও খবর আপাতত নেই।
মঙ্গলবারও বাংলার কাছেই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। গতকাল সকালে বঙ্গোপসাগরে ভোর ৫.৩২ মিনিটে হয় ভূমিকম্প। বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে কম্পনমাত্রা দাঁড়ায় ৪.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দূরে। এদিনের ভূমিকম্পেও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।