সপুত্র অখিল গিরির পর এবার আয়কর নজরে আরও এক বিধায়ক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দলবদলু বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি এবং চালকলে হানা দিল আয়কর দফতর। বিষ্ণুপুরের বিধায়ক ও তৃণমূল নেতা তন্ময় ঘোষের বাড়ির অফিস, রাইস মিল ও মদের দোকানে একযোগে তল্লাশি চালাচ্ছে আয়কর। বুধবার সকাল এগারোটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তন্ময় ঘোষের সমস্ত সম্পত্তিতে হানা দেয় আয়কর অফিসারদের টিম।
এদিন সকালে BSF -এর বিপুল বাহিনীকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি সহ রাইস মিল, মদের দোকান ও ঘরে হানা দেয় আয়কর দফতর। তাঁর অফিসের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে একযোগে তল্লাশি চালানো হচ্ছে বিষ্ণুপুরের বিধায়কের বিভিন্ন সম্পত্তিতে।
এদিন সকালে BSF -এর বিপুল বাহিনীকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি সহ রাইস মিল, মদের দোকান ও ঘরে হানা দেয় আয়কর দফতর। তাঁর অফিসের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে একযোগে তল্লাশি চালানো হচ্ছে বিষ্ণুপুরের বিধায়কের বিভিন্ন সম্পত্তিতে।
জানা গিয়েছে, বিষ্ণুপুরের চূড়ামনিপুর এলাকায় বিধায়কের পরিবারের একটি রাইস মিল আছে। নাম শিবানী রাইস মিল। সেখানেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছে। পাশাপাশি অভিযান চলছে বিধায়কের মদের দোকানেও। এছাড়া তাঁর নামে থাকা একটি লজেও হানা দিয়েছে আয়কর দফতর। উল্লেখ্য, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ২০২১ সালে বিজেপির টিকিটে জেতেন, কিন্তু পরে সে বছরেরই অগাস্ট মাসে তৃণমূলে যোগ দেন।
আরও তথ্যের জন্যে রিফ্রেশ করুন…