WB Cabinet Meeting Live: মন্ত্রিত্ব অটুট বালুর, সিদ্ধান্ত মন্ত্রিসভায়! ‘ষড়যন্ত্র’ই দেখছে শাসকদল – west bengal government cabinet meeting news live jyotipriya mallick will continue as forest minister says chief minister mamata banerjee


Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর বুধবারই ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠক। সকলের নজর ছিল এই বৈঠকের দিকে। বন দফতরের দায়িত্বের কোনও হতবদল হয় কিনা সেদিকে ছিল সকলের নজর। কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বালুর ভবিতব্য হল পৃথক। রেশন দুর্নীতিতে ধৃত বনমন্ত্রীর পাশেই দাঁড়াল দল। ক্যাবিনেট বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে মুখে শোনা গেল, ‘ষড়যন্ত্রের শিকার বালু। ওকে ফাঁসানো হয়েছে।’ ফলে অটুট রইল জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রীত্ব। বরং তাঁর অবর্তমানে দফতরের দায়িত্ব সামলাবেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

এদিন মন্ত্রিসভার বৈঠক প্রায় আধঘণ্টা চলে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর সঙ্গে সঙ্গে দল থেকেও বরখাস্ত করে দেওয়া হয়। জিরো টলারেন্স নীতি দেখিয়ে অভিযু্ক্ত মন্ত্রীর সঙ্গে সমস্ত যোগসূত্র ত্যাগ করে জোড়াফুল শিবির। কিন্তু ঠিক ২ বছর বাদে দুর্নীতি কাণ্ডে নাম জড়ানো মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দল হাঁটল অন্য রাস্তায়। ধৃত মন্ত্রীর হয়ে ষড়যন্ত্রের তত্ত্ব আউড়েছেন দলের সতীর্থরা। ফাঁসানো হয়েছে বলছেন খোদ মুখ্যমন্ত্রীও। জল্পনা মিটিয়ে ইডি হেফাজতে থাকা মন্ত্রীর হাতেই রইল সমস্ত দায়িত্ব।

Jyotipriya Mallick Latest: ‘আমি নির্দোষ, এরা যা করেছে অন্যায়!’ আদালতে পেশের মুখে বালুর মন্তব্যে চাঞ্চল্য

দফতরের দায়িত্বের সঙ্গে সঙ্গে অটুট জ্যোতিপ্রিয় মল্লিকের সাংগঠনিক দায়িত্বও। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বালুকে একেবারে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তোমরা উত্তর ২৪ পরগনার সংগঠনটা দেখো।’ বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও জ্যোতিপ্রিয় মল্লিকের অবর্তমানে তাঁর সাংগাঠনিক দায়িত্ব সামাল দেওয়ার কথাও বলেন।

অন্যদিকে, পুকুরে মাছ চাষ নিয়ে তিন মন্ত্রীকে নিয়ে কমিটিও গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকে নিয়ে একটি কমিটি গড়ার কথা বলেছেন তিনি। ক্যাবিনেট বৈঠক থেকেই বিজেপির উদ্দেশে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সব কিছুকেই তো বিজেপি গেরুয়া রং করে দিচ্ছে। মাঠ, রেল স্টেশন, হাসপাতাল, অফিস সব কিছুকেই ওরা গেরুয়া রঙে রাঙিয়ে দিচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *