Winter Season : বৃহস্পতিতেই শীতের কামড়, ৪ জেলার তাপমাত্রা নামবে ১৯ ডিগ্রির নীচে! – west districts of west bengal may witness huge temperature drop in next 48 hours


‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’ সংলাপের আড়ালে না হলেও সকলের ঠোঁটে একটাই প্রশ্ন,ঠান্ডার আলিঙ্গন কবে অনুভব করা যাবে? দোরগোড়ায় কালীপুজো, ভাইফোঁটা। আলোয় ঝলমল করে উঠবে শহর। কোনওভাবে কি আনন্দে জল ঢালবে নিম্নচাপ? নাকি শীতের কামড়ে আনন্দ হবে দ্বিগুণ!

নিম্নচাপে ভ্রুকুটি!
শীত-গ্রীষ্ম-শরৎ-হেমন্ত সব সময় নিম্নচাপের দরুন বৃষ্টির আশঙ্কা থেকেই যায়। পুজোয় পুরোপুরি ‘স্পয়েলার’ না দিলেও নবমীতে হালকা বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি নতুন করে উৎসবের আনন্দ মাটি করবে বৃষ্টিপাত?

সূত্রের খবর, আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। তামিলনাডু সংলগ্ন উপকূলে শক্তি বাড়াচ্ছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগরে তা নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এর কোনও প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই, জানাচ্ছেন আবহবিদরা।

কালীপুজোয় শীতের আমেজ!
কালীপুজোর সময় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত না পড়লেও হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবেই। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। দাপট বাড়বে উত্তুরে হাওয়ারও। বেশ কিছুটা নামবে তাপমাত্রার পারদও। অর্থাৎ শীতের আমেজ রাজ্যে বজায় থাকতে পারে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যায় শীত শীত ভাব অনুভূত হতে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত ঠান্ডা ভাব বেশি থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে নামতে পারদ। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

কালীপুজোর আমেজে তরতরিয়ে নামছে পারদ, কী বলছে আজকের আবহাওয়া?

এছাড়াও নির্দিষ্ট কিছু জেলাতে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে নামতে পারে তাপমাত্রা। এই জেলাগুলি হল- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফিরবে শীতের আমেজ। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। জেলাগুলিতে আপাতত পরিষ্কার থাকবে আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

দার্জিলিঙে শীতের কামড়

দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের কামড়। পার্বত্য এলাকা ছাড়া অন্যান্য কোনও জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। তাপমাত্রা একধাক্কায় অনেকটা না কমলেও ঠান্ডা ভাবটা থাকবে। উল্লখ্য, আগামী কয়েকদিন কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও তামিলনাডু, করাইকাল, পন্ডিচেরিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে। এছাড়াও উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে রয়েছে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *