Kali Puja 2023: কালীপুজো মানেই বারাসত-মধ্যমগ্রাম। লাখো লাখো জনতার ঢল নামে পুজোর কদিন। চেনা বারাসতে এই কদিনে হয়ে যায় অচেনা। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মণ্ডপ খোঁজা থেকে কোথায় বন্ধ রাস্তা, কোথা থেকে পাওয়া যাবে বাস, সমস্ত তথ্য দিতে রাসত মধ্যমগ্রামের কালীপুজোর গাইড ম্যাপ ও নিয়মাবলি প্রকাশ করল জেলা পুলিশ। দুই পাতায় ভরা সব তথ্য।
Source link