Abhishek Banerjee News : পোশাকে ‘সামান্য’ বদল! নির্ধারিত সময়ে ইডি দফতরে পৌঁছলেন অভিষেক – abhishek banerjee reaches salt lake cgo complex to appear before ed on recruitment scam case


নিয়োগ দুর্নীতে বৃহস্পতিবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার কিছু পড়ে সাদা শার্ট পরে বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকাল ১১টা ৫ নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকে তৃণমূল সাংসদের কনভয়। সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তৃণমূল নেতা।

অভিষেকের পোশাক বদল

শেষ ৬ মাসে ৬ বার ED-CBI-র মতো একাধিক কেন্দ্রীয় সংস্থার তলবের মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নবজোয়ার কর্মসূচি চলার সময়ও তৃণমূল সাংসদকে তলব করে সিবিআই। বাঁকুড়া থেকে কলকাতা ফিরে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ।

Abhishek Banerjee News : অভিষেককে ফের তলব ED-র, বৃহস্পতিবার CGO-তে হাজিরার নির্দেশ
বৃহস্পতিবার অভিষেকের পোশাকেও খানিক বদল লক্ষ্য করা গিয়েছে। এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে যাওয়ার সময় অভিষেককে কালো শার্ট বা টিশার্টে দেখা যেত। কিন্তু খানিক ছক ভেঙে এদিন সাদা শার্টেই সিজিও কমপ্লেক্সে ঢোকেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আরও জানতে রিফ্রেশ করতে থাকুন….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *