Air Pollution Kolkata: হাওড়ার হাওয়া ‘খুব খারাপ!’ শহরে বাতাসের মানে বাড়াছে চিন্তা, কী সতর্কতা অবলম্বন করবেন জানুন – kolkata air quality is becoming poor after temperature fall


দিল্লির বাতাস ‘বিষাক্ত’! গত কয়েকদিন ধরেই রাজধানীর বায়ু দূষণ নিয়ে উদ্বেগ চরমে। স্কুল বন্ধ-জোড়, বিজোড় সংখ্যায় গাড়ি চালানো থেকে শুরু করে একাধিক পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কলকাতা কতটা সুরক্ষিত? তিলোত্তমায় কি বুক ভরে নিঃশ্বাস নেওয়া সম্ভব?

পুজোর পর বাতাসের মানের অবনতি
দুর্গাপুজোর পর কমেছে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। এরপর থেকেই বায়ুদূষণের মাত্রা ক্রমশ বাড়ছে। সম্প্রতি পরিবেশকর্মীদের একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

বৃহস্পতিতে কলকাতার বাতাসের গুণমান কেমন?
মঙ্গলে শহরের বাতাসের মান ভালো ছিল না একদমই। এক দিনের ব্যবধানে কেমন আছে কলকাতার বাতাস? শহরের ছয়টি জায়গায় বায়ুদূষণ পরিমাপক যন্ত্রের রেকর্ড অনুযায়ী, চারটি জায়গায় বাতাসের অবস্থা খারাপ। এই চারটি জায়গা হল BITM রবীন্দ্রভারতী, রবীন্দ্র সরোবর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। এছাড়াও সন্তোষজনক হাওয়া CESC-চকমিক, ফোর্ট উইলিয়াম।

হাওড়ার বাতাসের হাল কেমন?
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হাওড়াতে তিনটি বায়ুদূষণ পরিমাপক যন্ত্র রয়েছে। তার মধ্যে বেলুড়মঠ এবং পদ্মপুকুরের পরিমাপক যন্ত্র অনুযায়ী হাওয়ার হাল ‘সন্তোষজনক’ হলেও ঘুসুরি স্টেশনের পরিমাপক যন্ত্র বলছে বাতাসের হাল অত্যন্ত খারাপ, যা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

স্বাভাবিকভাবেই কলকাতা বা লাগোয়া জেলা হাওড়ার হাল যে খুব একটা ভালো নয়, তা একপ্রকার স্পষ্ট। হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল জায়গা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়ার হাওয়ার হাল অত্যন্ত খারাপ বলে জানা যাচ্ছে।
Delhi AQI Today: বিষ বাতাসে নাজেহাল দিল্লি, সর্বাধিক দূষিত শহরের তালিকায় ক’নম্বরে কলকাতা-মুম্বই?
কালীপুজো এবং শীত
ঠান্ডার প্রভাবে বায়ু দূষণের উপর প্রভাব পড়তে পারে বিস্তর, এমনটাই আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। এছাড়াও দীপাবলির সময় বাজি যাতে ফাটানো না হয় সেই জন্য প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে নিয়মিতভাবে। বাজি ফাটালে বাতাসের হাল আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সতর্ক থাকেন সেই নিয়ে নিয়মিত প্রচার চালানো হচ্ছে।

মাস্ক পরে বাইরে বার হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঙ্গে বাজি না ফাটানোর বিষয়েও নিয়মিত সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, বায়ু দূষণের জেরে বেহাল দশা দিল্লির। প্রতিদিন এয়ার কোয়ালিটি ইনডেক্স সূচক লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নভেম্বর এলেই দিল্লির বাতাসের মান আরও খারাপ হতে থাকে। এক্ষেত্রে একাধিক কারণ সামনে রাখা হয়েছে। পঞ্জাব-হরিয়ানার কৃষকদের খড় পুড়িয়ে দেওয়া অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। এর ফলে দিল্লির বাতাস বিস্তর খারাপ হতে থাকে। এছাড়াও অপর একটি কারণ কুয়াশাও



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *