Barasat Kali Puja : কালিপুজোর আগেই বারাসতে ১৩০টি রাস্তা সংস্কার পুরসভার – barasat municipality repair 130 roads in before kali puja


এই সময়, বারাসত: জেলা সদর বারাসত শহরের বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ রাস্তার অবস্থাই বেহাল। চলাচলের ক্ষেত্রে বেজায় সমস্যায় পড়েছেন শহরের বাসিন্দারা। এই পরিস্থিতিতে কালীপুজোর মুখে বারাসত শহরের ১৩০টি বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু করল বারাসত পুরসভা। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

এখন বিভিন্ন মণ্ডপে জোরকদমে কাজ চলছে। বারাসত পুরসভায় ৩৫টি ওয়ার্ড আছে। প্রতিটি ওয়ার্ডেই কম বেশি রাস্তার অবস্থা বেহাল। রাস্তার ঢালাই উঠে গিয়ে পাথর বেরিয়ে গিয়েছে। কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিটি ওয়ার্ড থেকে বেহাল রাস্তার রিপোর্ট সংগ্রহ করে সংস্কারের কাজ শুরু করেছে বারাসত পুরসভা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্ষার কারণে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। প্রায় ১৩০টি রাস্তা কংক্রিটের করা হচ্ছে। রাজ্য পুর-নগরোন্নয়ন দপ্তরের পাশাপাশি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তহবিল থেকে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়।

বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, ‘বারাসত শহরে কালীপুজো বিখ্যাত। পুরসভার ৩৫টি ওয়ার্ডে যে সমস্ত জায়গায় রাস্তা খারাপ ছিল, তা সংস্কারের কাজ শুরু হয়েছে। আশা করা যায় দ্রুত কাজ শেষ হয়ে যাবে। রাস্তার পাশাপাশি নতুন করে নিকাশি ব্যবস্থার উন্নয়ন হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *