West Bengal Tourism: শিল্পের মর্যাদা পেল পর্যটন, সিদ্ধান্ত মন্ত্রিসভায় – west bengal cabinet give industry status to tourism


এই সময়: সবাই জানত, সকলেই বলত। কিন্তু বাংলায় শিল্পের সরকারি তকমাটাই ছিল না পর্যটনের। এ বার সরকারি ভাবে পর্যটন পেল শিল্পের তকমা। বুধবার রাজ্য মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে। শিল্পের তকমা পাওয়ায় রাজ্যের পর্যটন ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে বলে মনে করছে শিল্পমহল। লাভ হবে ব্যবসায়ীদের। ঋণ পাওয়া আরও সহজ হবে এবং পাওয়া যাবে বেশ কিছু ছাড়। এর হাত ধরেই হোটেল-রিসর্ট এবং হোম-স্টেগুলিও পর্যটন শিল্পের আওতায় আসতে চলেছে।

পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিনের। বেশ কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার কাছে এই প্রস্তাব এসেছিল। এ দিন মন্ত্রিসভায় সেই প্রস্তাব অনুমোদিত হলো। রাজ্যের পর্যটনক্ষেত্রগুলিতে রয়েছে অসংখ্য হোটেল-রিসর্ট। যুক্ত অনেক ব্যবসায়ী। কিন্তু শিল্পের মর্যাদা না থাকায় এতদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন বিশেষ কোনও সুবিধা পেতেন না। এ বার থেকে হোটেল-রিসর্ট, হোম-স্টে তৈরির জন্যে অন্য শিল্পের মতো সহজ শর্তে ঋণ পাবেন ব্যবসায়ীরা। এক জানালা ব্যবস্থা চালু হবে। পর্যটন-ব্যবসায়ী এবং ব্যক্তিরা নিজেদের বাণিজ্যিক প্রয়োজন মেটাতে পারবেন।

Sikkim Snowfall : তুষারের চাদরে ঢাকল সিকিম, বিপর্যয় কাটিয়ে ফের সিকিমমুখী পর্যটকরা

এতদিন ধরে হোটেল-রিসর্টগুলি পরিষেবা ক্ষেত্র হিসেবে বিবেচিত হতো। তাতে একদিকে যেমন রিসর্ট, হোম-স্টে তৈরির জন্যে প্রচুর ঝক্কি পোহাতে হতো, তেমনই দিতে হতো চড়া পরিষেবা কর। এ বার থেকে সেই অসুবিধা দূর হবে। ব্যবসায়ীরাও পর্যটকদের বাড়তি সুবিধা দিতে পারবেন। সরকারেরও কিছুটা লাভ হবে। পরিষেবা ক্ষেত্র ছিল বলে এতদিন এই শিল্পের আর্থিক বৃদ্ধির হার দেখানো যেত না। এ বার শিল্পে বৃদ্ধির হারে জুড়বে এই ক্ষেত্রও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *