Abhishek Banerjee : ‘অনেকেই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন…’, নির্বাচনী কেন্দ্র নিয়ে মুখ খুললেন অভিষেক – abhishek banerjee challenged opposition candidates for contesting in lok sabha election from diamond harbor


লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই হটস্পট ডায়মন্ড হারবার কেন্দ্র। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে কোমর বেঁধে নামতে চলছে একাধিক বিরোধী দল। নাম না করে এদিন বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

অভিষেকের বিরুদ্ধে কে?

লোকসভার নির্বাচনের পূর্বেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি এই আসন থেকে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। বিধানসভা নির্বাচনের জোট সঙ্গী হিসেবে সিপিএমের কাছে অন্য প্রার্থী না দেওয়ার ব্যাপারে আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিজেপিও এই কেন্দ্র থেকে ‘পোক্ত’ প্রার্থীকে দাঁড় করাবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। এমত অবস্থায়, বিরোধীদের সরাসরি নিশানা করলেন অভিষেক।

কী বললেন অভিষেক?

অভিষেক এদিন বলেন, ‘ শুনেছি, অনেকেই এখন থেকে দাঁড়াতে চাইছেন। দাঁড়াতেই পারেন। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি, ঐতিহ্য। খুব ভালো। গুজরাটের, উত্তর প্রদেশের নেতারাও ডায়মন্ড থেকে দাঁড়াতে পারেন।’ ভারতবর্ষের যে কোনও রাজনৈতিক প্রতিনিধিদের মানুষের কাছে যাওয়ার অধিকার আছে, তাঁরা যেতেই পারেন।

জেতার ব্যাপারে আত্মবিশ্বাস

আগামী লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই কেন্দ্র থেকে ৩ লাখ ২১ হাজারের ব্যবধানে জিতেছিল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র ফলতা কেন্দ্র থেকেই ব্যবধান ছিল ৪৫ হাজার। সেই টার্গেট বাড়িয়ে ৭০ হাজার করার কথা জানান তিনি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘ আজকে যে পরিমাণ মানুষ এখানে এসেছেন, রাস্তায় ৫০ হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। এই মানুষরা ভোট দিলেই তো উড়ে যাবে। ভো কাট্টা হয়ে যাবে।’

Abhishek Banerjee : ‘৩ মাসের মধ্যে ফলতার প্রতি বাড়িতে জল’, ২৪-এর আগে বড় ঘোষণা অভিষেকের
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ফলতার একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক। সেখান থেকেই কেন্দ্রীয় এজেন্সির তলব থেকে শুরু করে বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হন অভিষেক। এর আগে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও বিরোধীরা কেন্দ্রটি নিজেদের কুক্ষিগত করতে পারেনি। এমনকি, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী ছিল। সোনালি গুহ, দীপক হালদারের মতো বিধায়করা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাঁর পরেও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিপুল জয়লাভ করছে মানুষের সমর্থনে বলে দাবি তাঁর।
এদিনের মঞ্চ থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার মহিলাকে দলীয় আর্থিক ভাবে দলগত সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। যে সব মহিলারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, আগামী ১ জানুয়ারি থেকে দলের কর্মীরা তাঁদের আর্থিক সাহায্য করবেন বলে জানান অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *