B Ed College West Bengal : রাজ্যে একধাক্কায় ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল, নেপথ্যে কোন কারণ? – west bengal 253 b ed college authorization has been canceled


রাজ্যের একলপ্তে ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। রাজ্য়ে বিএড কলেজের সংখ্যা ছিল ৬২৪টির মতো। তারমধ্যে ২৫৩টির অনুমোদন বাতিল হওয়ায় রীতিমতো শোরগোল পড়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই কলেজগুলিতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব ছিল।

রাজ্যে প্রায় ২৫০টি বিএড কলেজের পুনর্নবীকরণের অনুমতি দেওয়া হতে পারে না এই আশঙ্কা আগেই ছিল। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নিয়ম মোতাবেক, এই কলেজগুলিতে শিক্ষক এবং পড়ুয়াদের একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখা বাধ্যতামূলক। কোনও কলেজে যদি শিক্ষক কম থাকে তাহলে কোনওভাবে তা চলবে না।

রাজ্যের মোট ৬০০টি বেসরকারি বিএড কলেজ রয়েছে এবং ২৪টি সরকারি কলেজ আছে। সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার প্রেক্ষিতে ৩৭১টি বিএড কলেজকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু, সূত্রের খবর ২৫৩টি কলেজ অনুমতি পায়নি।

রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, কিছু বেসরকারি কলেজ সমস্ত শর্ত পূর্ণ করেছে। তাদের পুনর্নবীকরণ করা হয়েছে। কিন্তু, যারা তা পারেনি তারা শেষ মুহূর্তে সেকথা জানাচ্ছে বিষয়টি। এনসিটিই-র যাবতীয় নিয়ম পড়ুয়াদের জন্যই মানতে হবে বলে জানিয়েছেন সোমা। কারণ কোনও কলেজে যদি শিক্ষক কম থাকে এবং সেখানে নতুন করে পড়ুয়াদের ভর্তি করা হয় সেক্ষেত্রে তাঁদের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে।

কিছু কলেজের অধ্যক্ষরা জানাচ্ছেন, এই শিক্ষকদের ঘাটতির জন্য তাঁরা কোনওভাবেই দায়ী নন। কারণ অনেক সময় কিছু শিক্ষক চলে গিয়েছেন। শিক্ষক নিয়োগ করার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু, সেই জন্য ইন্টারভিউয়ের সময় পাননি। তাঁরা পুনর্নবীকরণের সময় বৃদ্ধি করার জন্য আবেদন করেছিলেন।

এই মুহূর্তে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক হওয়ার জন্য বিএড ডিগ্রি বাধ্যতামূলক। তবে এই ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে না বলে জানানো হয়েছিল আদালতের তরফে। প্রতি বছর বহু পড়ুয়া বিএড করার জন্য আবেদন করে থাকেন। এই কোর্সটির সময়সীমা দুই বছরের। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিএড করলে কি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করা যাবে? এই মামলা আদালতে বিচারাধীন ছিল। আদালতের নির্দেশ, বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *