Bankura News : ‘১ শতাংশ দুর্নীতি করিনি…’, আয়কর দফতরের তল্লাশি শেষ হতেই দাবি বিষ্ণুপুরের বিধায়কের – bishnupur mla tanmoy ghosh claimed for not indulging in scam after income tax raid


‘আমি কোনও দুর্নীতির সঙ্গে ১ শতাংশ জড়িত নয়’ – আয়কর দফতরের আধিকারিকরা চলে যেতেই বললেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। শুক্রবার প্রায় ৫৩ ঘণ্টা তল্লাশির পর বেরিয়ে যান আয়কর দফতরের আধিকারিক ও সেনাবাহিনী জওয়ানরা।

কী বললেন তিনি?

বিধায়ক এদিন বলেন, ‘আমাকে তিনদিন ধরে আয়কর দফতরকে দিয়ে হেনস্থা করা হল। কিন্তু, ক্যামেরার সামনে আমি বলছি, আমার ব্যবসায়, পেশায়, রাজনীতিতে আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই।’ তাঁর কথায়, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সিকে দিয়ে তৃণমূল নেতৃত্বকে ‘পর্যদুস্ত’ করা হচ্ছে।

কী জানা যাচ্ছে?

বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে আয়কর হানা শেষ হতেই বিষ্ণুপুরেই তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে যোগদিলেন বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ।
বিধায়ক তন্ময় ঘোষের হয়ে সুর চড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি আলোক মুখোপাধ্যায়ও। তিনি বলেন ‘ ভয় না করে বাপের বেটার মতন এই দেখুন আমাদের মধ্যে এসেছে তন্ময় ঘোষ।’ তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দমানো যাবে না বলে জানান তিনি।

আর কী বললেন বিধায়ক?

একই মঞ্চ থেকে তন্ময় ঘোষ বক্তব্যে বলেন, ‘আপনাদের কাছে বলছি, লোকসভা নির্বাচনে সংঘবদ্ধ হন, এরা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে, আমাকেও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয়।’ কোনওরকম কোন দুর্নীতিতে যুক্ত থাকবো না আপনাদের কাছে বলছি বলে বার্তা দেন কর্মীদের।

আয়কর দফতরের হানা

গত বুধবার থেকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল এবং লজ-পানশালায় হানা দেয় আধিকারিকরা। টানা প্রায় দুদিনেরও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ, তল্লাশি। চালকলের কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘেঁটে দেখা হয় সমস্ত নথিপত্র। শুক্রবার বিকেলের দিকে তল্লাশি শেষ করে বেরিয়ে যান আয়কর দফতরের আধিকারিকরা।

Income Tax Raid : দু’দিন পরেও বিষ্ণুপুরের বিধায়কের চালকলে তল্লাশি জারি, ডাক পড়ল হিসাবরক্ষকেরও
আয়করের দফতরের তল্লাশির মাঝেই চালকল গতকাল দুদফায় হাজির হন তন্ময় ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চালকল থেকে বেরিয়ে যান তিনি। এরপর ফের আজ সকালে চালকল এসে হাজির হন বিধায়ক। তাঁকে ব্যবসায়িক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি, এদিন বিধায়কের হিসাব রক্ষককেও ডেকে পাঠান আয়কর দফতরের আধিকারিকরা। তবে পুরো বিষয়টিকেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। উল্লেখ্য, একাধিক দুর্নীতির বিষয়ে রাজ্যে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *