Bengal Weather: কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে? না কি শীতের শুরু? বড় আপডেট আবহাওয়ার!


সন্দীপ প্রামাণিক: এই মুহূর্তে বাংলার উপরে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে মূলত শুকনো হাওয়ার প্রভাব রয়েছে। ফলে আগামী পাঁচ দিন অর্থাৎ ১৪ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা একটু কমেছে এবং যেটা কমেছে সেটাই থাকবে‌। আগামী ৪-৫ দিন খুব একটা পরিবর্তন নেই। ১৫ নভেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গপসাগরে সেখানে নিম্নচাপ তৈরি হওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন, State Government Employees: ডিএ নেই তো কী? ছুটিতেই মালামাল সরকারি কর্মীরা

ফলে ১৬ ও১৭ নভেম্বর নাগাদ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ১৫ নভেম্বরের পর আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ। চলতি সপ্তাহে ২০-২২ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। পরিষ্কার আকাশ। খুব হালকা শীতের আমেজ। হেমন্তের আদর্শ আবহাওয়া। আবহাওয়া একই রকম থাকবে আগামী কয়েক দিন। কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা।

আগামী তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৭ বা ১৮ ডিগ্রির ঘরে থাকবে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব। জেলায় জেলায় পরিষ্কার আকাশ। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস। জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ বহাল থাকবে।

নিশ্চিন্তে বাজি ফাটান। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কালী পুজোতে হালকা শীতের আমেজ। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা। দুই উৎসবেই মনোরম পরিবেশ। পরিষ্কার আকাশ। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, Paschim Bardhaman: ঘরে-উঠানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ৩টি দেহ, পানাগড়ে হাড়হিম হত্যাকাণ্ড!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *