ধনলক্ষ্মীর কৃপা পেতে ধনতেরাসের দিন সোনা রুপোর পাশাপাশি সাধ্য অনুযায়ী কেনা হয়ে থাকে পিতলের বাসন। মনে করা হয়, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বতরী পিতলের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনে পিতলের বাসন কেনার গুরুত্ব আলাদা রয়েছে বলেই মনে করেন গৃহিণীরা। তাই ধনতেরাসে কাঁসা-পিতলের বাসন ও পুজোর সরঞ্জাম দেদার বিক্রি হয়।