Howrah News : ছুটির মুখেই বিপত্তি! হাওড়ায় জুটমিলের ছাদ ধসে মর্মান্তিক মৃত্যু যুবকের – one labour expired as howrah jute mill roof suddenly broken down


হাওড়ার ঘুসুড়িতে শুক্রবার সকালে ভেঙে পড়ে একটি জুটমিলের ছাদ। ছাদ ভেঙে পড়ে ধ্বংসস্তূপের ভেতর আটকে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম নিখিল সর্দার। ভাঙা কাঠ, পাথর চাপা পড়ে গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে ওই শ্রমিকের। থেঁতলে গিয়েছে মুখ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, রাতের শিফট শেষ হতো কিছুক্ষণের মধ্যে। তার আগেই ঘটে বিপত্তি।

কী জানা যাচ্ছে?

শুক্রবার ভোরে হাওড়ার ঘুসুড়ি এলাকায় হনুমান জুট মিলের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। সেই সময় জুটমিলের ভেতরে কয়েকজন শ্রমিক কর্মরত ছিলেন। তাঁদের উপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুটমিলের ছাদ। স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। মালি পাঁচঘরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয় সূত্রে কী খবর?

জানা গিয়েছে, হাওড়ার ঘুসুড়িতে প্রায় ২০০০ বর্গফুট জায়গা জুড়ে এই জুটমিল রয়েছে। স্থানীয়রা অনেকেই জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই জুটমিলের রক্ষণাবেক্ষণের কোনও কাজ করা হতো না। আজকে রাতের শিফটের কর্মীরা তখন ভেতরে ছিলেন। সকালের শিফটের কর্মীরা কিছুক্ষণের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা ছিল। এরমধ্যে ছাদ ভেঙে পড়ে কারখানার। ঘটনার পরেই অসন্তোষ শুরু হয় জুটমিলের কর্মীদের
সেই সময়ই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় চারজন শ্রমিক। দীর্ঘক্ষণ ধরে তাঁদের উদ্ধারের কাজ চলে। বেলা ১টার পর এক যুবকের দেহ উদ্ধার করা হয়। পাঁচ ঘণ্টা তল্লাশির পর দেহ উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার খবর পাওয়ার পরেই আসেন বালি এবং লিলুয়া থানার পুলিশও। খবর দেওয়া হয় দমকলকেও। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী নিজে ঘটনাস্থলে আসেন। সকাল থেকেই শুরু হয়ে যায় উদ্ধারকার্য।

Howrah Fire News : হাওড়ার ফোরশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭টি গুদাম
গোটা ঘটনায় কারখানা কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগ্রে দিয়েছেন শ্রমিকরা। স্থানীয় এক বাসিন্দা জানান, এটা এখানকার অনেক দিনের পুরনো বিল্ডিং। সেই বিল্ডিংয়ের সারাইয়ের কোনও কাজ করা হতো না। এরপরেও ওই বিল্ডিংয়ের উপরে আরও ঘর বানানো হচ্ছিল। ঘরের লোড সামলাতে না পেরেই ছাদ ভেঙে পড়ে গিয়েছে। ভেতর নিখিল ছাড়াও আরো কয়েকজন আটকে ছিল। তারা কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছে।
ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাও ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান। যদিও ঘটনার পর থেকে মিল কর্তৃপক্ষের কাউকে এলাকায় দেখা যায়নি। দুর্ঘটনা নিয়ে মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিল্ডিংয়ের অবস্থা কেমন ছিল, ছাদ আচমকা ভেঙে পড়ল কী ভাবে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। এমনকি, মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *