Judo Competition 2023 : একসঙ্গে দু’জোড়া সোনা! জুডো প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পূর্ব মেদিনীপুরের – purba medinipur four candidates got gold medal in state judo competition good news


একটি-দুটি নয়, একসঙ্গে চার চারটি সোনা। রাজ্য জুডো প্রতিযোগিতায় তাক লাগালো পূর্ব মেদিনীপুরের প্রতিযোগীরা। তাঁদের কৃতিত্বে জেলায় খুশির হাওয়া। আপ্লুত প্রতিযোগীদের পরিবার, প্রশিক্ষকরাও।

কী জানা যাচ্ছে?

কলকাতায় ৬৭ তম রাজ্য বিদ্যালয় সিলেকশন ট্রায়াল ক্যাটাগরি ২০২৩ জুডোতে চারটি সোনা জিতল রামনগরের ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় রামনগর থেকে ৪ জন ছাত্র-ছাত্রী সোনার মেডেল যেতেন।

গর্বের নজির পূর্ব মেদিনীপুরের

সোনা জিতে রামনগর বাসিকে গর্বিত করল। এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিল সৌম্যদীপ জানা, ঐন্দ্রিলা আচার্য, সৌহত্র দাস, স্বস্তিকা পাহাড়ী। প্রত্যেকেই জুডো প্রতিযোগিতায় সোনা জিতে আনেন। রামনগরের বাসিন্দা সৌম্যদীপ জানা ৪৫ কেজির নিচে, ঐন্দ্রিলা আচার্য ৭০ কেজির নিচে, সৌহত্র দাস ৮১ কেজির নিচে, স্বস্তিকা পাহাড়ি ৫২ কেজির নিচের বিভাগে সোনা জিতে জেলার সোনার ছেলে ও মেয়ে হিসেবে খ্যাতি লাভ করেছে। সেই সঙ্গে জাতীয় স্তরে খেলার কৃতিত্ব অর্জন করেছে। পাশাপাশি, নন্দিনী সাউ, তৃপ্তি রয়, অঙ্কিতা পন্ডা, সুমি সার, অঙ্কিতা জানা সিলভার রুপোর মেডেল জিতেছেন। এছাড়া নিসা মণ্ডল, সাত্তিক জানা, চয়ন জানা নামে প্রতিযোগীরা ব্রোঞ্জ মেডেলে পুরস্কৃত হয়েছে। প্রতিযোগীদের কৃতিত্বে খুশি রামনগর জুডো ক্লাবের প্রশিক্ষক অজয় নন্দী।

চলতি বছরে রাজ্য স্তরে ২০২৩-২৪ বর্ষে ‘খেলো ইন্ডিয়া’ এবং সাব জুনিয়ার জুডো মহিলা ও পুরুষ বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা আগরপাড়া মহাজাতি বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোটা রাজ্য থেকে প্রায় একশো জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেছিলেন।

Global Teacher Prize 2023 : সেরা ১০-এ পৌঁছেও স্বপ্নভঙ্গ! শ্ৰেষ্ঠ শিক্ষকতার পুরস্কার হাতছাড়া ‘রাস্তার মাস্টার’-এর
জেলার নজরকাড়া সাফল্য

এর আগেও আন্তঃ রাজ্য, জাতীয় স্তরের খেলায় একাধিক পদক এনে দেখিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগীরা। একাধিক ক্রীড়া ক্ষেত্রে চমকে দিয়েছিলেন এই জেলার প্রতিযোগীরা। জুডো প্রতিযোগিতায় সেই ট্র্যাডিশন বজায় রাখল জেলার খেলোয়াড়রা। প্রসঙ্গত, কয়েক মাস আগেই স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় সোনা জেতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ প্রতিযোগী। ‘দ্য আরসিএম স্বপ্নীল’ নামে একটি সংস্থার দ্বারা প্রশিক্ষিত করা হয়। ক্যারাটে প্রতিযোগিতার পর এবার জুডো প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য আনল এই জেলার প্রতিযোগীরা। খুদে প্রতিযোগীদের সাফল্যে জেলায় খুশির হাওয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *