Kali Mandir : ‘মা এসেছিলেন…’, কালীপুজোর আগে দেবী মন্দিরে ‘অলৌকিক’ ঘটনা, গায়ে কাঁটা ভক্তদের – kali puja 2023 mysterious incident happened in raiganj kali temple


কথায় আছে ‘বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর’। কালীপুজোর আগে এক ‘অলৌকিক’ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। সেখানে এমনই এক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। কালীপুজোর প্রাক মুহুর্তে মন্দিরের বেদি থেকে বাইরে পর্যন্ত আলতা পরা পায়ের ছাপ। আর সেই ঘটনা নিয়ে তোলপাড় উত্তর দিনাজপুর জেলা।

ঠিক কী ঘটনা ঘটেছে রায়গঞ্জে?

রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে। উত্তরাঞ্চল ক্লাবের কালী মন্দিরই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সেই মন্দিরের বাইরে আলতা পরা পায়ের ছাপ। এই ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় মন্দির চত্বরে। ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ক্লাবের সদস্য সংখ্যা কম। কয়েকটি পরিবার মিলেই আয়োজন করে এই পুজো। সারা বছর এই মন্দিরে খুব বেশি ভিড় লক্ষ্য করা যায় না। তবে পুজোর সময় স্থানীয়দের পাশাপাশি পুজো কমিটির সদস্যরাও আনন্দে মেতে ওঠেন। তবে মন্দিরের তালা খোলার দায়িত্বে থাকেন পুরোহিতই।

Kali Puja 2023 : এঁচোড়-চিংড়ি দিয়ে ভোগ হয় সংগ্রামপুরের দক্ষিণা কালী পুজোয়
বৃহস্পতিবার মন্দির চত্বরে বিভিন্ন কাজ চলছিল সেই সময় যথারীতি পুরোহিত এসে মন্দির খোলেন। মন্দিরের ভিতরে চোখ যেতেই চোখ কপালে ওঠে পুরোহিতের। তিনি দেখেন বেদি থেকে বাইরে অবধি আলতা পরা পায়ের ছাপ। এই দৃশ্য দেখে হতবাক হয়ে সবাইকে ডাকাডাকি করেন তিনি। স্থানীয়রা ছুটে এলে তাদের নজরেও পরে ওই একই দৃশ্য। মুহূর্তের মধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে যায়। স্থানীয়রা তখনই ঘটনাস্থলে চলে আসেন। কারও হাত ললাট স্পর্শ করে, কেউ আবার মাটি শুয়ে পরে কালী মূ্র্তিকে প্রণাম করেন।

কী বলছেন মন্দির কমিটির সদস্যরা?

পুজো কমিটির সদস্য স্বরূপ সরকার বলেন, ‘ছোটবেলা থেকেই শুনে আসছে এই মন্দিরের দেবী খুব জাগ্রত। তবে বৃহস্পতিবার এই ঘটনা চাক্ষুষ দেখে হতবাক আমরাও। এই ঘটনার সাক্ষ্য হিসেবে রাখার জন্য প্রথম পায়ের ছাপটি কাচ দিয়ে ঘিরে সংগৃহীত করার ব্যবস্থা করা হয়েছিল।’

অন্যদিকে পুরোহিত শ্যামসুন্দর গোস্বামী বলেন, ‘বৃহস্পতিবার সকালে পুজো দিয়ে মন্দির বন্ধ করে চলে গিয়েছিলাম। সন্ধ্যায় পুজো দেওয়ার জন্য মন্দিরে আসতেই দেখি বেদি থেকে পর পর পায়ের ছাপ নেমে এসেছে। বিষয়টি দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। সবাইকে ডেকে দেখাই। এমন ঘটনা সত্যিই কখনও দেখিনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *