Kharagpur News : কলকাতা থেকে খড়গপুরগামী বাসে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, ঘটনাস্থলে ছুঁটলো দমকল – fire in a kolkata kharagpur route bus


কলকাতা থেকে খড়গপুরগামী বাসে হঠাৎই বিধ্বংসী আগুন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকল বাহিনী। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার কলকাতা থেকে খড়গপুর যাচ্ছিল বাসটি। খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর এলাকায় পৌঁছতেই আগুন ধরে যায় বাসটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। তড়িঘড়ি খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের একটি ইঞ্জিন। তবে কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্টভাবে জানা যাচ্ছে না। পাশাপাশি অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়েও কোনও খবর পাওয়া যায়নি।

দিন কয়েক আগে এমনই একটি ঘটনা ঘটে কলকাতার বাগুইআটি জোড়া মন্দিরে ভিআইপি রোডে। চলন্ত গাড়িতে ঘটে যায় অগ্নিকাণ্ড। ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন ৩ জন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। সেই ঘটনাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাগুইআটি থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওই অ্যাপ ক্যাবটি। অগ্নিকাণ্ডের সময় ক্যাবের মধ্যে চালক ছাড়াও গাড়িতে ছিলেন একাধিক যাত্রী। সন্ধে সাতটার কিছুটা আগে হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক ও যাত্রীরা। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই চালক ও যাত্রীরা গাড়ি থামিয়ে বেরিয়ে যান। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে অ্যাপ ক্যাবটি। কার্যত অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়ির চালক ও যাত্রীরা।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চালক এবং গাড়ির যাত্রীদের দ্রুত উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর যায় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। প্রসঙ্গত, শহর কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা ভিআইপি রোড। সন্ধে সাতটা, অর্থাৎ সেই সময় অফিস ফেরতা মানুষ এবং যানবাহনের ভিড়ে জমজমাট ছিল এলাকা। এহেন ব্যস্ত সময়ে হঠাৎ চলন্ত অ্যাপ ক্যাবে আগুন লেগে যাওয়ার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। পাশাপাশি সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয় এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *