Kolkata Metro Services On Kali Puja 2023 : দীপাবলির রাতে দক্ষিণেশ্বর-কালীঘাট যাওয়ার জন্য স্পেশ্যাল মেট্রো, রইল টাইম টেবিল – kolkata metro special service on kali puja 2023 in north south corridor


রবিবার কালীপুজো। বাংলার অন্যতম বড় উৎসব। আর পুজো পার্বন মানেই রাস্তায় ঠাকুর দেখার ভিড়। তার মধ্যে ওইদিন বাড়তি ভিড় হবে দক্ষিণেশ্বর বা কালীঘাটের মতো ধর্মীয় স্থানগুলিতে। তাই সাধারণ মানুষের কথা ভেবে ফের একবার বিশেষ পরিষেবা ঘোষণা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপতিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজোর রাতে ভক্তদের দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার্থে উত্তর-দক্ষিণ করিডোরে ২টি বিশেষ পরিষেবা প্রদান করা হবে৷ একটি বিশেষ মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে রাত্রি ১০টায় ছাড়বে। সেটি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছবে রাত্রি ১১টা ৩ মিনিটে। অন্যদিকে একটি ডাউন মেট্রো রাত্রি ১০টায় দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে কবি সুভাষ স্টেশনে পৌঁছাবে রাত্রি ১১টা ১ মিনিটে। কর্তৃপক্ষ জানাচ্ছে ওই দিন সকাল ৯টা থেকে রাত্রি ১১টা ৩ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা। চলবে 132টি মেট্রো।

প্রথম পরিষেবা
সকাল ৯টায়, দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, দমদম থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনওও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা
রাত্রি ১০টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (৯টা ২৮ মিনিটের পরিবর্তে)
রাত্রি ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (৯টা ২৭ মিনিটের পরিবর্তে)

তবে এই বিশেষ পরিষেবা শুধুমাত্র ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরের জন্য। যেহেতু ওই দিন রবিবার, তাই গ্রিন লাইন এং পার্পল লাইনে কোনওরকম পরিষেবা থাকবে না।

দুর্গাপুজোতেও ছিল বিশেষ পরিষেবা
প্রসঙ্গত, যে কোনওরকম উৎসব, পুজো বা বিশেষ দিনে স্পেশ্যাল সার্ভিস দিয়ে থাকে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে দুর্গাপুজোর সময় বিগত বছরগুলির মতোই রাতভর পরিষেবা দেয় মেট্রো। পাশাপাশি পুজোর আগে মানুষের কেনাকাটায় যাতে সুবিধা হয় তার জন্যও শনি এবং রবিবারগুলিতেও বিশেষ সার্ভিস দেয় মেট্রো কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খেলাতেও থাকে স্পেশ্যাল সার্ভিস
আর শুধু পুজোই নয়, গুরুত্বপূর্ণ খেলা থাকলেও পাওয়া যায় মেট্রোর স্পেশাল পরিষেবা। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও পাকিস্তান। তার জন্যও বিশেষ পরিষেবা ঘোষণা করা হয়েছে। তাছাড়া ইডেনে ওয়ার্ল্ড কাপের আগের ম্যাচ বা আইএসএল-এর ম্যাচের জন্যও একই পদক্ষেপ নিতে দেখা গিয়েছে মেট্রোকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *