কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে একটু সরে বসুন সিনেমা। এই সিনেমায় ঋতিক চক্রবর্তী থেকে পাওলি দাম, ইশা সাহা সহ আরও অনেককে দেখা যাবে অভিনয় করতে। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মানসী সিনহাকে (Bengali Actress)। বর্তমানে বাংলায় কৌতুক অভিনেত্রীদের মধ্যে অন্যতম সেরা অভিনেত্রী হলেন মানসী সিনহা। তিনি আজ আমাদের সাথে শেয়ার করে নিলেন তাঁর অনুভব কড়া কিছু ভৌতিক মুহূর্ত। শুনবেন নাকি ভূত চতুর্দশীর আগে সেই গা ছমছমে গল্প? চলুন তবে শোনা যাক।