Mamata Banerjee Kali Puja : মুখমন্ত্রীর বাড়ির পুজোয় বিশেষ চমক! মা কালীর ভোগে কোন কোন পদ? – mamata banerjee brother kartick banerjee opens up about kali puja arrangement at chief minister residence


আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই আলোর উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। দীপাবলি ও কালীপুজো আনন্দের স্বাদ উপভোগ করতে তৈরি প্রত্যেক বঙ্গবাসী। বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যে যে বাড়িতে কালীপুজো হয় সেখানেও এখন তুঙ্গে ব্যস্ততা। বাদ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। সেখানেও জোরকদমে চলছে কালীপুজোর আয়োজন।

প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে মহাধুমধামে আয়োজন করা হয় কালীপুজোর। মন্ত্রী-সাংসদ থেকে শুরু করে শীর্ষ প্রশাসনিক আমলা, সেলিব্রিটি থেকে তারকা খেলোয়াড়, কালীপুজোর দিন বন্দ্যোপাধ্যায় বাড়িতে আনাগোনা লেগেই থাকেই সকলের। অসংখ্য সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে কালীঘাট চত্বরে ভিড় জমান। নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও প্রত্যেকবার কালীপুজোয় বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন মমতা। তাঁদের সঙ্গে গল্প-গানে সময় কাটাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Kumartuli Kolkata : কালীপুজোর কুমোরটুলিতে ‘সেলফি-ভূত’-এর দাপাদাপি! নাজেহাল মৃৎশিল্পীরা
বাড়ির কালীপুজোয় তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান নন। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন ‘গৃহকত্রী’ মমতা। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় এবার কি থাকছে কোনও বিশেষ চমক? কালী মায়ের ভোগের মেনুতে থাকছে কোন কোন পদ? পুজোর যাবতীয় বন্দোবস্তের কথা এই সময় ডিজিটালকে জানালেন মমতার ভাই ও তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়।

আয়োজনে কোনও খামতি নেই

এই সময় ডিজিটালের সঙ্গে কথা বলার সময় কার্তিক বলেন, ‘প্রত্যেক বছর যেরকম আয়োজন থাকে, এবারও তেমনই থাকবে। নতুন কোনও ব্যাপার নেই। দিদির নির্দেশেই আমাদের বাড়ির পুজো মুক্ত দুয়ার। যে কেউ আসতে পারেন। প্রত্যেকবারই বিভিন্ন রাজনৈতিক নেতা ও তারকাদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও আমাদের বাড়ির পুজোয় আসেন। এলাকার মানুষও ভিড় করেন। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, সেই কারণে নিরাপত্তার কড়াকড়ি তো রাখতেই হয়। এর বেশি আর কোনও ব্যাপার নেই। একটা কথা না বললেই নয়, সারা বছর দিদি প্রশাসনিক কাজে ভীষণ ব্যস্ত থাকেন। এই একটা দিনই আমরা পরিবারের লোকেরা তাঁকে কাছ থেকে পাই।’

মায়ের ভোগে থাকছে কোন কোন পদ?

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় কালী মায়ের ভোগে নিবেদন করা হবে কোন কোন পদ? সেই নিয়েও মুখ খুলেছেন কার্তিক। এই সময় ডিজিটালকে তিনি বলেন, ‘না ভোগের ক্ষেত্রেও কোনও বদল নেই। প্রত্যেকবার যেমন ভোগ হয়, এবারও তেমন থাকবে। খিচুড়ি, লাবড়া, আলু-বেগুনের মতো পাঁচ রকমের ভাজা থাকবে। চাটনি আর পায়েসও থাকবে। ‘



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *