আজ দীপান্বিতা কালীপুজো। শহর মেতে আলোর উৎসবে। রবিবাসরীয় সকালে নেই কোনও গাড়ির চাপ। সন্ধে বাড়লে বদলাতে পারে রাস্তার হাল। তবে এদিন শহরে জারি কিছু বিধিনিষেধ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে জারি করেছে নির্দেশিকা। রাস্তায় বেরনোর আগে জেনে নিন শহরের রাস্তার এ টু জেড তথ্য। একইসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে রাতের দিকে প্রয়োজন মতো করা হতে পারে যান নিয়ন্ত্রণ।
Source link 
 
                    
