Bankura News : অশান্তির ছায়াটুকু নেই, বাঁকুড়ার ৫টি গ্রাম পেল ‘শান্তি’র পুরস্কার – bishnupur five villages got peace prize from bankura district police


গত সাত বছরে কোনও অশান্তি হয়নি এমন পাঁচটি গ্রামকে ‘শান্তিগ্রাম’ হিসেবে পুরস্কৃত করা হল বাঁকুড়া জেলার পাএসায়ের থানার তরফে। পাঁচটি গ্রামে অপরাধমূলক কোনও অশান্তি বা ঝামেলার কোনও ঘটনা ঘটেনি। সেই কারণেই এই পুরস্কার পেল বাঁকুড়ার এই পাঁচটি গ্রাম

কী জানা যাচ্ছে?

গত সাত বছরের ইতিহাসে কোনওরকম কোন রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অশান্তি হয়নি। তাই পাত্রসায়ের ব্লকের এরকম পাঁচটি গ্রামকে বাঁকুড়া জেলা পুলিশের উদোগে পাত্রসায়ের থানার তরফে ‘শান্তিগ্রাম’ পুরস্কারে ভূষিত করা হল। পাত্রসায়ের থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই পাঁচটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । পুরস্কার তুলে দেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি।

থানায় সংস্কার গেটের উদ্বোধন

এছাড়াও পাত্রসায়ের থানায় সংস্কার হওয়া অফিস ও প্রধান গেটের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার । এদিনের এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন ) গণেশ বিশ্বাস , বিষ্ণুপুরের এসডিপিও কুতুব উদ্দিন খান , সোনামুখী সিআই গৌতম তালুকদার, পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল ।

অশান্তিহীন গ্রাম

২০১৬ সালের পর গত সাত বছরের ইতিহাসে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্যারোলডাঙা ও জ্বলজ্বলা গ্রামে একটিও রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অশান্তির ঘটনা ঘটেনি। এছাড়াও পাত্রসায়ের গ্রাম পঞ্চায়েতের বাংলারডাঙা, বিউর-বেতুর পঞ্চায়েতের সৈয়দপুর ও বেলুট-রসুলপুর গ্রাম পঞ্চায়েতের ভেটিয়া গ্রামে একটিও অশান্তির ঘটনা থানায় লিপিবদ্ধ হয়নি । তাই ওই পাঁচটি গ্রামকে জেলা পুলিশের তরফে ‘শান্তি গ্রাম’ হিসেবে মনোনীত করা হয় ।

জেলা পুলিশ কী বলছে?

বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এই গ্রামগুলির মানুষ অত্যন্ত ভদ্র ও সরল এরা সর্বদাই পুলিশের সঙ্গে কো অপারেট করে পুলিশকে ওই গ্রামে সব সময় যেতে হয় না। এই ধরনের গ্রামগুলো আমরা সব সময় চাই। আর এই ধরনের গ্রামগুলিকে চিহ্নিত করে তাদের সম্মানিত করা হল। এছাড়াও তিনি বলেন, ‘এই গ্রামগুলিকে দেখে আশেপাশের গ্রামগুলিও অনুপ্রাণিত হবে।’

Bankura Kali Puja : কালীপুজোতেই মা দুর্গার বোধন! কেন এমন রীতি রক্ষিত বাড়ির পুজোয়?
গ্রামের বাসিন্দারা কী বলছেন?

গ্যারলডাঙা গ্রামের কালীচরণ বাগদী জানান, এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত সারা বছর গ্রামের সকলে আমরা মিলেমিশে থাকি । আগামী দিনে চাইবো আশেপাশের গ্রামের মানুষরাও তাদের গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *