Barasat Kali Puja : সন্ধ্যাতেই বারাসতে জনসমুদ্র! হ্যারি পটার নগরী না ত্রিদেব মন্দির, নজরে কারা? – barasat kali puja pandal hopping gathered huge crowd at sunday evening


সবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। তাতেই জনসমুদ্র বারাসতের রাস্তায়। শ্যামা মায়ের আরাধনায় আনন্দ উৎসবে গা ভাসাতে বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। কাতারে কাতারে ভিড় জমেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে। ভিড় সামলাতে সন্ধ্যে থেকেই বেগ পেতে হচ্ছে পুলিশকে।

কালী পুজোয় জনসমুদ্র

বারাসতের বড় বাজেটের পুজোগুলির অধিকাংশই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় যান চলাচলের উপর কড়াকড়ি করা হয়েছে পুলিশের তরফে। কেএনসি রোড, টাকি রোড কিংবা যশোহর রোডেও কড়া হচ্ছে যান নিয়ন্ত্রণ। দত্তপুকুর, হাবরা, অশোকনগর, গোবরডাঙা এলাকা থেকেও প্রচুর দর্শনার্থী আসতে শুরু করেছেন দুপুরের পর থেকেই। সব মিলিয়ে সন্ধ্যার মধ্যেই জন সমুদ্রের চেহারা নিতে শুরু করেছে বারাসত।

বারাসাত কালীপুজোর গাইডম্যাপ

যান নিয়ন্ত্রণে পুলিশ

শনিবারই খেল দেখাতে শুরু করেছিল বারাসত। শনিবার দুপুরের পর থেকেই যান নিয়ন্ত্রণ শুরু করে দিতে হয় পুলিশকে। রবিবার তার অন্যথা হল না। জাতীয় এবং রাজ্য সড়কে ভারী গাড়ি চলাচলে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের নিজস্ব টহলদারি টিম, মহিলা পুলিশ টিম, ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

বারাসত – মধ্যমগ্রামে থিমের বাহার

বারাসতের নবপল্লির আমরা সবাই ক্লাব এবারে তৈরি করেছে ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির। প্রায় ৭৫ ফুটের মণ্ডপ তৈরি করেছে পুজো উদ্যোক্তারা। বারাসতের কেএনসি রেজিমেন্ট হস্তিনাপুরের রাজধানী। পাহাড়ের আদলে তৈরি হয়েছে ত্রিদেব মণ্ডপ। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব তৈরি করেছে হ্যারি পটারের মায়াবী নগরী। বারাসতের সন্ধানী কালী পুজোয় এ বার ইন্দোনেশিয়ার বালি মন্দির তৈরি করা হচ্ছে। ভিড়ের দৌড়ে পিছিয়ে নেই কেউই।
অন্যদিকে, মধ্যমগ্রামের পুজোয় এবার মেঘদূত শক্তি সঙ্ঘে থিম করা হয়েছে কৃষ্টি, সংস্কৃতি, ভাষার মিল ও বৈচিত্র্য। চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাবের থিম এবার টেরাকোটা শিল্প তৈরি করেছে। পশ্চিম চণ্ডীগড়ের বালক ও কিশোর সঙ্ঘের মণ্ডপের থিম করা হয়েছে প্রেতমহল।

Boro Ma Kali Puja: কালীপুজোয় ১০০ তম বছরে বড়মার মন্দিরে জনসমুদ্র! পুন্যতিথিতে পুজো দেবেন কীভাবে, সরাসরি দেখুন
বারাসতের পুজোয় এবার দর্শকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। অন্যান্যবার বিশালাকার তোরণ তৈরি করা হয় জাতীয় সরকার ধারে। বারাসত ডাকবাংলো মোড় থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় পরের পাঁচ থেকে আট কিলোমিটার পর্যন্ত তোরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুজোর কটাদিন তিতুমীর বাস স্ট্যান্ড বন্ধ রাখা হচ্ছে। তার বদলে বারাসত ব্যারাকপুর রোডে তৈরি হয়েছে পুজো স্পেশাল অস্থায়ী বাসস্ট্যান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *