Kali Puja 2023 : ‘মুখোমুখি আমি খোকা আর…’, ঝাড়গ্রামের কালী পুজোয় থিমে বৃদ্ধাশ্রম – kali puja 2023 jhargram kali puja theme old age home


দীপাবলিতে ঐতিহ্যের সঙ্গে বর্তমানে থিমেরও রমরমা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় থিমের ভিড়। এবার কালীপুজোর থিম এবার বৃদ্ধাশ্রম । শক্তির আরাধনায় মেতে উঠেছে চলেছে সারা দেশে। আর এরই মধ্যে এলাকার মানুষজনকে বৃদ্ধ বাবা-মার প্রতি দায়িত্ববান ও যত্নশীল হওয়ার জন্য পুজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে বৃদ্ধাশ্রমে পরিবেশে। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তব বৃদ্ধাশ্রমের চিত্রটা।

থিমের ছোঁয়ায় বৃদ্ধাশ্রম
পরিবার ছেড়ে বাবা-মা যখন বৃদ্ধাশ্রমে ঠাঁই পাই তখন তাদের দিন কাটে কী ভাবে? প্রতিটা মুহূর্ত তাঁরা তাঁদের পরিবারের চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকেন। যে মা-বাবার হাত ধরে সন্তানরা হাঁটা শুরু করে, কথা বলা শেখে তাকেই একদিন সেই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। পরবর্তী ক্ষেত্রে সেই সন্তানেরও একসময় ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। তাই এই বৃদ্ধাশ্রমে মা-বাবাকে পাঠানো বন্ধ করতে হবে। নিজের মা-বাবাকে নিজেদেরই আগলে রাখতে হবে। যাতে আগামী প্রজন্ম বৃদ্ধাশ্রমে কাউকে পাঠানোর কথা না ভাবে। এলাকার মানুষজনকে সচেতন করার জন্যই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের শিলদা এলাকার শিলদা শ্রমিক সংঘের পুজোর থিম করা হয়েছে ‘নচিকেতার বৃদ্ধাশ্রম’।

৪১ বছরের পুজো
এই বছর শিলদা শ্রমিক সংঘের পুজো ৪১ তম বর্ষে পদার্পণ করছে। প্রতিবছর সচেতনতামূলক বিভিন্ন থিমের ভাবনায় পুজো মণ্ডপ তৈরি করা হয়। দেখার জন্য দর্শনার্থীরও ভিড় উপচে পড়ে প্রতিবছর। পুজোর উদ্যোক্তা নিতাই গোপ বলেন, ‘বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি বহু ছেলে-মেয়ে তাদের স্ট্যাটাস মেন্টেন করার জন্য বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন এবং ভবিষ্যতেও তাঁদের ঠাঁই হচ্ছে সেই বৃদ্ধাশ্রমে। তাই এই বৃদ্ধাশ্রমের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের এই চিন্তা ভাবনা।’

Firecrackers : বজ্র আঁটুনিতেও ফস্কা গেরো! দীপাবলিতে রাত বাড়তেই শব্দদানবের তাণ্ডব, শুরু ধরপাকড়
জেলায় জেলায় থিমের সুনামি
প্রসঙ্গত, কালীপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। কোথাও ঐতিহ্য, সঙ্গে সাবেকিয়ানা, আবার কোথাও রয়েছে থিমের ছোঁয়া। এর মধ্যে কলকাতার পাশাপাশি, উত্তর ২৪ পরগান নৈহাটি, বারাসত, মধ্যমগ্রামের মতে জয়াগাগুলিতে থিমের স্রোত যেন একে অপরকে টেক্কা দিচ্ছে। কেউ করেছে বুর্জ, খলিফা, কেউ আবার ডিজনিল্যান, তো কেউ কাল্পনিক কোনও স্থাপত্যের আদলে মণ্ডপ। দীপাবলির রাতে সেই সমস্ত মণ্ডপে ইতিমধ্যেই উপচে পড়েছে ভিড়। একইভাবে অন্যান্য জেলাতেও বিভিন্ন জায়গায় চোখে ধাঁধানো থিমের স্রোত। তবে তার মধ্যে বিশেষভাবে মানুষের মন জয় করে নিয়েছে ঝাড়গ্রামের বৃদ্ধাশ্রম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *