Miss Universe 2023 : মেদিনীপুর থেকেই খুলে যেতে পারে মিস ইন্ডিয়ার দরজা, আসছে বিরাট সৌন্দর্য প্রতিযোগিতা – beauty contest miss medinipur going to organise at purba medinipur haldia on 24 november 2023


মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সের মতো প্রতিযোগিতায় বিভিন্ন সময় অংশ নিয়েছেন বাঙালি তথা বাংলার মেয়েরা। কখনও কখনও পুরস্কারও জিতে নিয়েছেন তাঁরা। কারণ বাংলার শহর থেকে গ্রাম, বিভিন্ন জায়গায় এমনই বহু তরুণী বা যুবতী রয়েছেন, যাঁরা গ্ল্যামার ওয়ার্ল্ডে সফল হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে হয়ত তাঁরা নিজেদের প্রতিভা এই ধরণের বড় মঞ্চে তুলে ধরতে পারেন না। আর তাই গ্রামবাংলায় এমন মেয়ে, যাঁরা এই পেশায় সফল হতে চান, তাঁদের দিশা দিতে এগিয়ে এল এক সংস্থা।

কেন এই উদ্যোগ?
সংস্থার উদ্যোগে আগামী ২৪ নভেম্বর হলদিয়া উন্নয়ন পর্ষদের ট্রেড সেন্টারে আয়োজিত হতে চলেছে ‘মিস মেদিনীপুর’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আগামীদিনে গ্ল্যামার ওয়ার্ল্ডের পথে পা বাড়াতে পারবেন জেলারা মেয়েরা। এই বিষয়ে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে সাংবাদিক বৈঠকে সংস্থার প্রধান কর্ণধার ডলি ভৌমিক বলেন, ‘মেদিনীপুর থেকে দেবের মতো অনেক ছেলে মেয়ে আজ প্রতিষ্ঠিত এবং হাজার হাজার মানুষের কাজে জনপ্রিয় হয়ে উঠেছেন। মেদিনীপুরের গ্রাম বাংলা থেকে মেয়েরা উঠে আসুক। সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’ ডলি আরও বলেন, ‘মেদিনীপুর শিক্ষা সংস্কৃতির দিকে অনেক এগিয়ে আছে। কিন্তু সৌন্দর্য প্রতিযোগিতা কোনওদিন হয়নি। এই কারণেই আমি চাইছে, এখান থেকে সৌন্তর্য প্রতিযোগিতার মাধ্যমে কেউ আগামীদিনে এগিয়ে যাক।’

প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা

এই প্রতিযোগিতায় অংশ নিয়ে গেলে বিশেষ কিছু যোগ্যতাও লাগবে। যেমন, প্রতিযোগিতায় অংশ নিতে গেলে উচ্চতা হতে হলে ৫ ফুটের বেশি। ওজন হতে হবে ৫০ কেজির নীচে। কমপক্ষে উচ্চমাধ্যমিক হওয়া বাধ্যতামূলক।

ভীষণ উৎসাহ প্রতিযোগিনীদের মধ্যে
এদিকে এই প্রতিযোগিতা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যেও ছড়িয়েছে ব্যাপক উৎসাহ। সৃজা অধিকারী নামে এক প্রতিযোগিনী বলেন, ‘এই প্রতিযোগিতার অংশ হতে পেরে ভীষণ ভাল লাগছে। আমি চাই এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আরও এগিয়ে যেতে চাই।’ অনন্যা ভৌমিক নামে আরও এক প্রতিযোগিনী বলেন, ‘২৪ তারিখের জন্য খুবই এক্সাইটেড। সব ধরণের প্রস্তুতি চলছে। এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা। তাই এটা নিয়ে আরও উৎসাহিত।’

‘মিস মেদিনীপুর’ প্রতিযোগিতায় একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, বিধায়ক সুকুমার দে, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এককথায় বলতে গেলে প্রস্তুতি তুঙ্গে, এখন দেখার সেরার মুকুট কার মাথায় ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *