WB DA News Today : উত্তরপ্রদেশে কেন্দ্রীয় হারে DA-র ‘দীপাবলি উপহার’, রাজ্যকে তুলোধোনা শুভেন্দুর – suvendu adhikari criticises west bengal government mentioning uttar pradesh da announcement


কেন্দ্রীয় হারে DA-এর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। একাধিকবার DA আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি দীপাবলির উপহার হিসেবে উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রীয় হারে ৪৬ শতাংশ DA ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে এবার রাজ্যকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা।

কী জানালেন শুভেন্দু?

নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, জনগণকে “আচ্ছে দিন” একমাত্র বিজেপি সরকার-ই দেখাতে পারে। তার উদাহরণ সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। এর আগেও জ্বালানির দাম কেন্দ্রীয় সরকারের কর কমানোর সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্য কমিয়েছে। আজ কেন্দ্রীয় হারে ৪৬ শতাংশ ডিএ এবং ৭ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য বোনাস দিয়ে উত্তরপ্রদেশের সরকার বুঝিয়ে দিল বিজেপির “সবকা সাথ, সবকা প্রয়াস” ই মূল মন্ত্র।


ডিএ নিয়ে রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ

শহিদ মিনার ময়দানে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। একাধিকবার তাঁদের ধরনা মঞ্চে গিয়ে উপস্থিত হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি, রাজ্য সরকার বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণার পরে বিজেপি বিধায়কদের বর্ধিত বেতন আন্দোলনকারী সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু।

রাজ্যকে তুলোধোনা

শুভেন্দু এদিন রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে DA দেওয়ার ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, ‘এই রাজ্যে সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী নিজেই সিভিকদের ৫৩০০ বোনাস ঘোষণা করার পর ও সিভিকরা বোনাস পায় না, যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা কিংবা কৃষকদের ফসলের দাম পায় না সেখানে উত্তরপ্রদেশের মত করে উন্নয়নের আশা করা বৃথা।’ তাঁর কথায়, এখানে শুধুমাত্র ভোট রাজনীতি, পরিবারতন্ত্র এবং চুরি ও দুর্নীতি-ই আশা করা যায় এবং তা ১০০ শতাংশ সফল।

Suvendu Adhikari on Jyotipriya Mallick : ‘ওখানে গেলে ভালো আদর-যত্ন…’, ‘অসুস্থ’ বালুকে কটাক্ষ শুভেন্দুর
কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই একাধিক রাজ্য বর্ধিত হারে ডিএ বাড়িয়েছে। কিন্তু, রাজ্যে কেন্দ্রীয় সরকারের বর্ধিত হারে ডিএ দেওয়া হয় না, বলে দাবি করা হয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যতদিন না পর্যন্ত রাজ্য সরকার ডিএ দেবে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা করেছেন। উল্লেখ্য, ডিএ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *