Kali Puja Pollution: আঁধার নামতেই আলোর উৎসবে থাবা বসাল শব্দদানব। টালি থেকে টালা, কালিন্দী থেকে কসবা শব্দবাজির দাপটে লাগল কানে তালা। শত নজরদারিকে কাঁচকলা দেখিয়ে দাপিয়ে চলল শব্দবাজি ফাটানো। এক ধাক্কায় বিপজ্জনক দূষণ। ভাঙল শহরে বেঁধে দেওয়া ডেসিবেল মাত্রা। আবারও কালীপুজোয় অব্যাহত শব্দবাজির তাণ্ডব। যদিও অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি লালবাজারের।
Source link