Barasat Kali Puja 2023: ‘ঠাকুর থাকবে কতক্ষণ?’ বারাসতের হ্যারি পটার থেকে ত্রিদেব মণ্ডপের মেয়াদ জানাল পুজো কমিটিগুলি – barasat madhyamgram kali puja pandal will be open till which day says puja committee


খাতায় কলমে অমাবস্যা ছাড়তেই শেষ কালীপুজো। কিন্তু ‘যেতে নাহি দিব মেজাজে’ অমানিশিকে আঁকড়ে বারাসত থেকে মধ্যমগ্রাম। বারাসতের কালীপুজো জগৎবিখ্যাত। ভূত চতুর্দশী থেকেই পুজো শুরু বারাসতে। শুক্রের রাত থেকেই জনতার ঢল বারাসতের জাতীয় সড়কে। কলকাতার দুর্গাপুজোকে টেক্কা দেওয়া থিম বারাসতের কালীপুজোয়। হ্যারি পটার থেকে কৈলাস মন্দির, হস্তিনাপুর থেকে আদিযোগীর আদলে অবাক করা দারুণ দারুণ মণ্ডপ। তাহলে কী কালীপুজোর দুদিন শেষ মানেই আর দেখা যাবে না ঠাকুর? বারসতের পুজো কমিটি গুলির থেকে এই সময় ডিজিটাল খোঁজ নিল কতদিন থাকবে ঠাকুর?

রবিবার নয়, শুক্রবার থেকেই কালীপুজো উদযাপন শুরু বারাসতে। ভূতচতুর্দশীতে ঢল নামল জনতার। লাখো লাখো মাথার ভিড় বারাসতের নাম করা মণ্ডপগুলিতে। শনিবারের পর রবিবারও একই দৃশ্য দেখা গিয়েছে। ভিড়ের চাপে অনেকেই দেখে উঠতে পারেনি বারাসত মধ্যমগ্রামের সেরা মণ্ডপগুলি। দুর্গাপুজোর আমেজ ধরে রেখেই বারাসত মধ্যমগ্রামে কালীপুজোও চলবে আরও বেশ কয়েকদিন। উত্তর ২৪ পরগনার বারাসত ও মধ্যমগ্রামের নামজাদা থিমের প্যান্ডেল ও ঠাকুর থাকবে আরও বেশ কয়েকদিন।

জানা গিয়েছে, বারাসত ডাকবাংলো মোড় থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক এদিকে মধ্যমগ্রাম চৌমাথা থেকে ওদিকে সোদপুর, একাধিক নাম করা পুজোয় নজরকাড়া প্যান্ডেল। প্রশাসন ও পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এলাকার সমস্ত নাম করা পুজোর ঠাকুর থাকবে ১৫ তারিখ অবধি। অর্থাৎ ভাইফোঁটাতেও ভাইবোনের হাত ধরে বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর ঠাকুর দেখার সুযোগ থাকছে।

বারাসত মধ্যমগ্রামের চোখ ধাঁধানো থিমগুলির মধ্যে রয়েছে বারাসতের নবপল্লির আমরা সবাই ক্লাব-এর ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির, বারাসতের কেএনসি রেজিমেন্ট হস্তিনাপুর, বারাসতের সন্ধানীর ইন্দোনেশিয়ার বালি মন্দির থিমের প্যান্ডেল না দেখলে এবছর মিস। বারাসতকে কাঁটায় কাঁটায় টেক্কা দিতে তৈরি মধ্যমগ্রামের বেশ কয়েকটি পুজো। মধ্যমগ্রামের পুজোয় এবার মেঘদূত শক্তি সঙ্ঘ, পূর্বাশার আদিযোগীর আদলে মণ্ডপ, চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাবের থিমও এবারে মন জয় করেছে সকলের।

Barasat Kali Puja 2023 : শনিবারই জনতার ঢল, যান নিয়ন্ত্রণে কড়াকড়ি

হাবড়ার কালীপুজোর উদ্বোধনে এলেন মন্দাকিনী!

বারাসতে কালীপুজোর ভিড়ের চাপে বন্ধ থাকে কিছু রাস্তায় যান চলাচল। বদলে যায় বাসরুটও। কালী পুজোর প্যান্ডেল ও প্রতিমার কারণে ১৫ তারিখ অবধি বারাসতে নিয়ন্ত্রিত যানচলাচল। ৩৪ নম্বর জাতীয় সড়কে বারাসত ডাকবাংলো মোড় থেকে প্রায় পরের পাঁচ থেকে আট কিলোমিটার পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। পুজোর কটাদিন তিতুমীর বাস স্ট্যান্ড বন্ধ রাখা হয়েছে। তার বদলে ব্যারাকপুর রোডের থেকে ছাড়বে বাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *