India Tour : গুজরাটের বিজয় ‘রথ’ বাংলায়, তারাপীঠ-দক্ষিণেশ্বরের পর ডেস্টিনেশন পুরী – gujarat man is visiting 4 dham and 12 jyotirlinga by bicycle and now he is in west bengal


সাইকেলে ভারত ভ্রমণ বা বিশ্বভ্রমণের মতো অভিযান আগে অনেকেই করেছেন। কিন্তু এবার ১২ জ্যোতির্লিঙ্গ ও ৪ ধামের যাত্রায় গুজরাটের এক যুবক। বর্তমানে বাংলায় রয়েছেন তিনি। আর সবচেয়ে বড় কথা, কালীপুজোর আবহে দক্ষিণেশ্বর-কালীঘাট বা বেলুড়মঠের মতো ধর্মীয় স্থানগুলি দেখার পরিকল্পনা রয়েছে ওই যুবকের। বাংলায় এসে, এখানকার মানুষ ও জীবনযাত্রার ভূয়সী প্রশংসাও করলেন তিনি।

এখনও পর্যন্ত যা যা দেখেছেন…
নাম বিজয় সেবক, বাড়ি গুজরাটের খেরা জেলার। পেশায় কলের সরঞ্জাম বিক্রেতা। সাড়ে চার মাস আগে নিজের সাইকেলকে সঙ্গে নিয়ে ভারতের ১২ জ্যোতির্লিঙ্গ ও ৪ ধাম দেখার উদ্দেশে বেরিয়েছেন তিনি। ইতিমধ্যেই ৫ জ্যোতির্লিঙ্গ ও ২ ধাম দর্শন সেরে ফেলেছেন তিনি। বাকি রয়েছে আরও ৭ জ্যোতির্লিঙ্গ এবং ২ ধাম।

বর্তমানে রয়েছেন বাংলায়
দেশের বিভিন্ন রাজ্য ঘুরে এবার বিজয় এসেছেন বাংলায়। ইতিমধ্যেই দিন চারেক কটিয়েও ফেলেছেন তিনি। ঘুরে দেখে নিয়েছেন মায়াপুর ও তারাপীঠ। এবার পরিকল্পনা রয়েছে দক্ষিণেশ্বর, কালীঘাট ও বেলুড়মঠ দেখার। তারপর সম্ভব হলে গঙ্গাসাগর দেখে পুরীর পথে এগিয়ে যাবেন তিনি। বাংলার কথা বলতে গিয়ে এখানকার মানুষের অকুণ্ঠ প্রশংসা করেন বিজয়। তিনি বলেন, ‘বাংলায় এসে সবচেয়ে ভালো এখানকার মানুষদের দেখলাম। সাধারণ জীবনযাপন করেন। মানুষ ভালোভাবে বাঁচেন, মনের আনন্দে ঘোরাফেরা করেন, মিলেমিশে থাকেন। আর সেটাই সবচেয়ে ভাল লেগেছে।’

সময় লাগতে পারে আরও ৪ মাস
বিজয়ের আশা আর ৪ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বাকি ট্যুর। নয়তো সময় আরও একটু বাড়তে পারে। ট্যুরের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গার সাধারণ মানুষের সঙ্গে সংযোগস্থাপন করার জন্যই তিনি সাইকেলে ভ্রমণকে বেছে নিয়েছেন বলে জানান বিজয়। এছাড়া সাইকেল চালাতে ভালো লাগে বলেও জানালেন তিনি। এতদিন ধরে বাইরে রয়েছেন, তাহলে ব্যবসা কী ভাবে চলছ? উত্তরে বিজয় জানান, এখন তাঁর সঙ্গী গোটা ব্যবসা দেখছেন। তিনি ফেরার পর তাঁর সঙ্গী ছুটি নেবেন।

দেশের পতাকা নিয়ে এগিয়ে চলেছেন বিজয়
সাইকেলে রয়েছে দেশের জাতীয় পতাকা। সঙ্গে রয়েছে আরও প্রচুর সরঞ্জাম। পথে কাউকে কোনও সমস্যায় পড়তে দেখলে সাধ্যমত সাহায্য করারও চেষ্টা করছেন। সাইকেলে একটি বোর্ডে লেখা রয়েছে ‘বিনা পয়সায় ভারত যাত্রা’। তবে সেটা কেন লেখা, তা অবশ্য খোলসা করে বলতে চাইলেন না তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *