Joynagar Incident: জয়নগরকাণ্ডে বগটুইয়ের ছায়া, তৃণমূল নেতার খুনের পর একাধিক বাড়িতে আগুন! জলে ছুঁড়ে ফেলা হল শিশুদের – miscreants sets fire at locals house like bagtui at joynagar after tmc leader murder


তৃণমূল নেতার খুনকে ঘিরে জ্বলছে জয়নগর। সকাল থেকে জোড়া খুন নিয়ে সংবাদ শিরোনামে জয়নগর। সকালে তৃণমূল নেতার শ্যুট আউটের পালটা হিসেবে অভিযুক্ত সন্দেহে একজনকে পিটিয়ে মারার অভিযোগ। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি পঞ্চায়েত এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হয় ২০ থেকে ২৫টি বাড়িতে। এই ঘটনায় ফিরছে বগটুইয়ের স্মৃতি। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, এদিন সকালে প্রতিদিনের মতো নমাজ পড়তে বেরিয়ে ছিলেন সইফুদ্দিন লস্কর নামে এক তৃণমূল নেতা। তিনি বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন। তার স্ত্রী বামনগাছি পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রের খবর, সোমবার ভোরে মসজিদে নমাজ পড়তে যাওয়ার পথে হয় হামলা। কাছ থেকে একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। দুটি বাইকে পাঁচ জন এসে গুলি চালায় বলে অভিযোগ।

এই ঘটনাতেই শেষ নয়, দুটি বাইকে করে গুলি চালাতে আসা পাঁচ জন দুষ্কৃতিকে ধাওয়া করে স্থানীয়রা। একজনকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনায় ঘৃতাহুতি হয় যখন মৃতের পরিবার ও এলাকার স্থানীয় তৃণমূল নেতা এই ঘটনার কারণে সিপিএমকে দায়ী করেন। এরপরই গ্রামের সিপিএম সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠে এসেছে। দলুয়াখাকি এলাকায় এক সিপিএম নেতার গ্রামে তৃণমূলের লোকজন আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

TMC Leader Murder: জয়নগরে শ্যুট আউট তৃণমূলের পঞ্চায়েত সদস্যের, পালটা অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন ১! গ্রামে আগুন
বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যাতে ফিরে আসছে বীরভূমের বগটুইয়ের স্মৃতি। ব্যাপক ভাঙচুর ও মারধর করা হয়েছে বলে অভিযোগ। অত্যাচারে পুরুষরা প্রায় সকলেই এলাকা ছেড়ে চলে যান। আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে, গাড়িটিকে আটকে দেওয়া হয়। গ্রামের মহিলারাই পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেক পরে অন্য গাড়ি করে দমকল কর্মীরা এলাকায় পৌঁছন। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, পুলিশের সামনেই চলছে হামলা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সামনেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গোটা এলাকায় আতঙ্ক। ভীত সন্ত্রস্ত্র মহিলা ও শিশুরা। এমনকী শিশুদেরও ধরে ধরে তুলে জলে ছুঁড়ে ফেলে হয় বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী। নেমেছে র‌্যাফ। দুষ্কৃতীদের খোঁজে ধান ক্ষেতেও তদন্ত শুরু করেছে কুলতলি থানার বিশাল পুলিশবাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *