Mahua Moitra News : পুরনো দায়িত্বে ফিরিয়ে মহুয়াতেই আস্থা রাখল তৃণমূল! মুখ খুললেন সাংসদ – mahua moitra trinamool congress mp opens up after getiing new position in trinamool congress


তৃণমূলে সাংগঠনিক রদবদলে বড় চমক। ইডি দফতর থেকে বেরিয়ে এসে পাশে থাকার বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার খাতায়-কলমে কৃষ্ণনগেরর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর উপর আস্থা প্রকাশ করল শাসকদল। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি পদে মহুয়াকেই বেছে নিয়েছে তৃণমূল। ‘ক্যাশ ফর কোয়ারিজ’ নিয়ে দেশ জোড়া বিতর্কের মধ্যে তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে চর্চা। আর দলের এই সিদ্ধান্ত জানার পর মুখ খুলেছেন তৃণমূল সাংসদ।

কী বললেন মহুয়া?

কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েই মুখ খুলেছেন মহুয়া মৈত্র। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, ‘কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে নিযুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ। আমি সব সময় দল ও কৃষ্ণনগরের মানুষের জন্য কাজ করব।’

‘ক্যাশ ফর কোয়ারিজ’ নিয়ে তুমুল বিতর্ক

শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠী বিরদ্ধে প্রশ্ন করেছেন মহুয়া। এমনই অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদের এই অভিযোগ সামনে আসার পর থেকে শুরু হয় চরম বিতর্ক। মুখ খোলেন মহুয়ার প্রাক্তন বন্ধু ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে পোষ্য চুরি সহ একাধিক গুরুতর অভিযোগ করেন তিনি। এই নিয়ে গোটা দেশে শুরু হয় বিতর্ক। তৃণমূল সাংসদকে আক্রমণে নেমে পড়ে বিজেপি। পালটা গেরুয়া শিবিরকে নিশানা করেন সাংসদ।

Mahua Moitra Controversy: মহুয়ার পদ খারিজের সুপারিশে সায়, এথিক্স কমিটির প্রিনীত কৌরকে চেনেন?
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামে সংসদের এথিক্স কমিটি। তলব করা হয় তৃণমূল সাংসদকে। প্রথম দিন তলব এড়িয়ে গেলে পরেও এথিক্স কমিটির সামনে হাজির হন তৃণমূল সাংসদ। এথিক্স কমিটি থেকে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেন মহুয়া। এথিক্স কমিটির সদস্যরা তাঁকে ‘মৌখিক বস্ত্রহরণ’ করেছেন বলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে অভিযোগ করেন মহুয়া। তদন্তের পর সম্প্রতি মহুয়াকে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে এথিক্স কমিটি।

মহুয়ার পাশে থাকার বার্তা অভিষেকের

শুরুতে বিতর্ক থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছিল তৃণমূল। শাসকদলের অধিকাংশ নেতাই মহুয়া প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ইডি দফতর থেকে বেরিয়ে কার্যত মহুয়ার পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা বলেন, ‘এথিক্স কমিটতে বিজেপির এত সাংসদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ নিয়ে কোনও প্রমাণ থাকলে সামনে আনা হোক। মহুয়া মৈত্র একাই নিজের লড়াই লড়তে সক্ষম, তাঁর কাউকে প্রয়োজন নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *