Medical College Kolkata : ভরসন্ধ্যায় মেডিক্যাল কলেজে আগুন, তীব্র আতঙ্ক হাসপাতাল চত্বরে – medical college kolkata fire incident near gate number 1 fire brigade is working


মেডিক্যাল কলেজ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় ব্যাপক চঞ্চল্য ছড়াল গোটা হাসপাতাল চত্বরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানাচ্ছে দমকল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ মেডিক্যাল কলেজের ১ নম্বর বিল্ডিংয়ের কাছে এমসিএইচ বিল্ডিংয়ের ৪ তলার এআরটি সেন্টারে প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখা দেয়। আগুন নজরে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৫টি ইঞ্জিন। এমসিএইচ বিল্ডিংয়ে হেমাটোলজি, মেডিসিন, কার্ডিওলজি বিভাগও আছে। আবার ওই বিল্ডিংয়েই রয়েছে এইচআইভি বিভাগের আউটডোর। স্বভাবতই সমস্ত বিভাগের রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যেই ব্যাপক আতঙ্ক ছড়ায়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশও। দমকলের তরফে জানানো হচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করলেও, ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। দ্রুত ফাঁকা করে দেওয়া হয়েছে ওই বিল্ডিংয়ের ঘরগুলি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার মাঝেই অন্ধকার পরিস্থিতির সৃষ্টি হয় বিল্ডিংয়ে। যার জেরে আলোর ব্যবস্থা করতে হয়। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে জানান, অগ্নিকাণ্ডের জেরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। যার জেরে তাঁদের বেরিয়ে আসতে হয়।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই বিল্ডিংয়ে কোনও রোগী ছিল না। তাই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। তবে আগুন লাগার খবর পাওয়ার পর অন্যান্য বিল্ডিংয়ের রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বলে সূত্রের খবর। প্রসঙ্গত, হাসপাতালের হেমাটোলজি বিল্ডিংয়ে সাধারণত রক্ত পরীক্ষা করাতে যান রোগীরা। কোনও রোগীকে সেখানে ভর্তি রাখা হয় না। তবে রক্ত হিমায়িত করে রাখা হয়। আর তাই তাপমাত্রার তারতম্য করা হয় যন্ত্রের মাধমযে। সেক্ষেত্রে সেখান থেকেই শর্ট সার্কিট ফলে কোনও কারণে আগুন লেগেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এই বিষয়ে মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, ‘একটু ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের হেমাটোলজিতে কিছু এসি সমস্যা করছিল, আগেও ২-১টা ধোঁয়ার ঘটনা ঘটেছিল। দেখানো হয়েছিল। আজকেও ধোঁয়া বেরোচ্ছে ও আগুনের স্পার্ক দেখা গিয়েছে। ১ নম্বর গেটের কাছে এমসিএইচ বিল্ডিংয়ের পেছোনে হেমাটোলজির ওপরে। ফায়ায় ব্রিগেড পৌঁছে গিয়েছে। জল দেওয়া হচ্ছে। সমস্তটা সামাল দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করা করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *