Murshidabad News : পাম্প চুরি তৃণমূল নেতার! অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে – murshidabad tmc ex panchayat pradhan convicted for misuse of government submersible pump


রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের বাড়ির সীমানায় বসিয়ে নেওয়া হয়েছিল সরকারি সাবমারসিবল পাম্প। অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গ্রামবাসীদের যৌথ উদ্যোগে পুলিশের তৎপরতায় উদ্ধার হল সেই পাম্প। ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা-২ নম্বর পঞ্চায়েত এলাকায়।

কী জানা যাচ্ছে?

সরকারি অর্থে বরাদ্দ সাবমারসিবল পাম্প চুরির অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জনসাধারণের জন্য বরাদ্দ পাম্প সেট প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সীমানায় বসিয়ে ব্যবহারের অভিযোগ ওঠে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত বোর্ডের পালাবদল হতেই প্রশাসনের হস্তক্ষেপে তোলা হল পাম্প। সমস্ত সরঞ্জাম উদ্ধার করে পঞ্চায়েতে জমা রাখা হল। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে বড়ঞা-২ নম্বর পঞ্চায়েত সমিতির ফতেপুরে।

কী অভিযোগ স্থানীয়দের?

2021-22 অর্থবর্ষে বড়ঙা-২ গ্রাম পঞ্চায়েত ৩ লাখ টাকায় সোলার পাম্পটি গ্রামের মানুষদের পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য বরাদ্দ করা হয়। বাসিন্দাদের অভিযোগ, সে সময় শাসক দলের পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না খাতুন নিজস্ব জায়গায় পাম্পটি বসান। পরে সেই জায়গা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দেন পঞ্চায়েত প্রধান। প্রভাব খাটিয়েই সরকারি অর্থে বরাদ্দ পাম্প ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। পঞ্চায়েত বোর্ডে বর্তমান প্রধান শাসক দলের হলেও বাম কংগ্রেসের সমর্থন নিয়েই হয়েছেন। তৃণমূল নেতার কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা।
পঞ্চায়েতে পালাবদল হতেই গ্রামিবাসীরা প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সরব হতে শুরু করেন। অভিযোগ জানানো হয়, পঞ্চায়েত ও বিডিও অফিসে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসনের কর্তারা। পুলিশের উপস্থিতিতে প্রাক্তন প্রধানের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল মটর, জলের ট্রাঙ্ক, পাইপ স্ফ সমস্ত সরঞ্জাম।

কী বলছেন অভিযুক্ত?

তৎকালীন তৃণমূল প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য শেখ জিয়াউর রহমান বলেন, সেই সময় গ্রামে জায়গা না পাওয়ায় আমার নিজের জায়গায় পাম্প বসিয়েছিলাম। কিন্তু গ্রামের মানুষের ব্যবহারের জন্য ট্যাপ লাইন করে দিয়েছিলাম।
ওই গ্রামের বাসিন্দা এহেরুন বিবি বলেন, কিছুদিন জল পেয়েছি। কিন্তু বাড়ির জায়গা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ায় তারপর থেকে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। স্থানীয় আরএসপির গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুর শেখ বলেন, গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ জানায়। আমি সেইমতো প্রঞ্চায়েত প্রধানকে বলি। যা পদক্ষেপ নেওয়ার প্রধান ও প্রশাসন নিয়েছে।

Murshidabad News : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৪ বাচ্চার বাবার! বাড়ির সামনে ধরনা মহিলার
পঞ্চায়েত প্রধান কী বলছেন?

বর্তমান শাসক দলের প্রধান রভিউল শেখ বলেন, পঞ্চায়েতের সম্পত্তি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘর ঘর পানীয় জলের জন্য বলেছেন। কিন্তু গ্রামের মানুষ সেই পরিষেবা না পাওয়ায় পাম্প তুলে আনা হয়েছে। যদিও, প্রাক্তন প্রধানের বক্তব্য, প্রতিহিংসাপরায়ন বশত এই ঘটনা। গ্রামের মানুষ নিয়মিত জল পেত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *