Puri Train : পুরীগামী ধৌলি এক্সপ্রেসে ধোঁয়া-আগুন আতঙ্ক, ট্রেন থেকে লাফিয়ে লাইনে নামলেন যাত্রীরা – smoke and fire panic in shalimar puri dhauli express at howrah andul area


পুরীগামী ধৌলি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। জানা যাচ্ছে, আন্দুল স্টেশন পার করার পর সরস্বতী নদীর উপর ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ধোঁয়া দেখে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ট্রেনের তৃতীয় বগির নীচ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ব্রেক শু আটকে গিয়েই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান রেল কর্তাদের। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। আপাতত সেটি ঠিক করে সেখান থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে ট্রেনটি।

ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে
জানা গিয়েছে, এদিন ধোঁয়া বের হতে দেখেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত ট্রেন থেকে লাফিয়ে লাইনে নামতে শুরু করেন যাত্রীরা। লাইন ধরেই হাঁটতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। পৌঁছয় রেল পুলিশও। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিংস, অর্থাৎ ব্রেক শু আটকে যাওয়ার কারণেই এই বিপত্তি। তবে ৩০ মিনিটের মধ্যেই সারিয়ে ফেলা হয় সেটি। তারপরেই সেটি ফের পুরীর উদ্দেশে রওনা দেয়। গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশে দিয়েছে দক্ষিণপূর্ব রেল কর্তৃপক্ষ।

অতীতেও ধৌলি এক্সপ্রেসে এই ধরণের ঘটনা

তবে ধৌলি এক্সপ্রেসে এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালের অগাস্ট মাসে পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় ওড়িশার সোরো রেল স্টেশনের কাছে আগুন লাগে ট্রেনের ডি-১ কামরায়। প্রাথমিক তদন্তে জানা যায়, যান্ত্রিক ত্রুটির জেরেই আগুন লেগে যায় ট্রেনে। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল এবং রেলের কর্মীরা। সেবারেও ত্রুটি মেরামতের পর ফের যাত্রা শুরু করে ট্রেন। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় তামিলনাড়ুর মাদুরাইতে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে পড়েন আরও কয়েকজন। রিপোর্ট অনুযায়ী, ওই ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। দুর্ঘটনার সময় সেটি মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভরতি করা হয়।

বিভিন্ন সময় ট্রেনে বিভিন্ন ধরণের বিভ্রাটের ঘটনা ঘটে। কখনও কখনও যা রীতিমতো বিপজ্জনক হয়ে ওঠে। যার জেরে বারেবারেই যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা, দুই নিয়েই প্রশ্ন ওঠে। এদিনের ঘটনায় ফের একবার সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্নমহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *