Saayoni Ghosh TMC : দীপাবলিতে সবুজ শাড়িতে জনসংযোগ সায়নীর, পথচলতি মানুষকে নমস্কার! দেখুন ভিডিয়ো – saayoni ghosh tmc leader has shared a video regarding diwali on facebook


দীপাবলি তথা কালীপুজোয় এবার ফেসবুকে ভিডিয়ো শেয়ার করলেন যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ। ভিডিয়োতে তাঁকে রাস্তায় রীতিমতে জনসংযোগ করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োর ঠিক কিছু ঘণ্টা আগে ফেসবুকে আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন সায়নী। সেখানে তাঁকে বিভিন্ন কালীপুজো মণ্ডপে যেতে, পুজো উদ্বোধন করতে, পথ চলতি জনতার অনুরোধে দাঁড়িয়ে সেলফি তুলতেও দেখা গিয়েছে।

ভিডিয়ো তে কী রয়েছে?
৩৪ সেকেন্ডের যে ভিডিয়ো সায়নী শেয়ার করেছেন, সেখানে সবুজ শাড়ি পরে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। রাস্তার দু’পাশে পথচলতি মানুষের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করছেন। সঙ্গে কেউ নমস্কার করলে, তিনিও করছেন প্রতিনমস্কার। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই প্রচুর পরিমাণে শেয়ার হতে শুরু করেছে। ভিডিয়োর কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রী তথা যুব তৃণমূল নেত্রীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।


পুজো উদ্বোধন সায়নীর
এই ভিডিয়োর কয়েক ঘণ্টা আগে আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন সায়নী। সেই ভিডিওতে বিভিন্ন কালীপুজোর মণ্ডপে দেখা যাচ্ছে তাঁকে। উত্তর কলকাতার ৪-এর পল্লী, বরানগরের বন্ধু মিলন ক্লাব, মধ্যমগ্রামের ইয়াং রিক্রিয়েশন ক্লাব, বারাসত নবপল্লী অ্যাসোসিয়েশন ও বারাসত সন্ধানীর পুজো মণ্ডপে দেখা যায় সায়নীকে। কোথাও প্রদীপ প্রজ্জ্বলনের করে তো কোথায় ফিতে কেটে করেন পুজোর উদ্বোধন। একইসঙ্গে ঘুরে দেখে মণ্ডপগুলি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অনেকের আবদার মেটাতে তোলেন সেলফিও। সেই ভিডিয়োর কমেন্ট বক্সেও দীপবলির শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


প্রসঙ্গত, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরাবরই উৎসবের মরশুমে দলের সাংসদ-বিধায়ক বা নেতা নেত্রীদের এলাকায় থাকা ও জনসংযোগের নির্দেশে দেন। সেই মতো দুর্গাপুজোর সময়ও তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের নিজ নিজ এলাকায় সময় কাটাতে ও জনসংযোগ করতে দেখা গিয়েছে। কালী পুজোয় সেই কাজই করতে দেখা গেল সায়নী ঘোষকে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষকে কয়েক মাস আগে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় ইডি সূত্রে জানা যায়, হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি বিষয়ক তদন্তে নেমে সায়নীর নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। আর সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই তলবকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। ভোটের আগে তাঁকে কেন তলব, সেই প্রশ্নও তোলা হয় তৃণমমূলের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *