Biochemistry Research : জৈব রসায়নে উন্নততর গবেষণায় ব্রতী, জার্মানির বিশ্বসেরা প্রতিষ্ঠানে সুযোগ দিনহাটার পড়ুয়ার – coochbehar dinhata student got chance for bio chemistry research at germany max planck institute


বিশ্বসেরা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ দিনহাটার পড়ুয়ার। জার্মানের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পেলেন কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা সমীরণ দেব। তাঁর সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। আরও বড় সাফল্যের আশায় রয়েছে তাঁর পরিবার।

কী জানা যাচ্ছে?

কোচবিহার জেলার দিনহাটা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীরণ। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র ছিল সে। ২০১৪ সালে কোচবিহারের গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়। এরপর ২০১৬ সালে দিনহাটা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ সমীরণ। এরপর উচ্চতর শিখায় মনোযোগী হয়ে ২০২০ সালে এবিএনশীল কলেজ থেকে স্নাতক ও ২০২২ সালে মাদ্রাজ আইআইটি থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছে। জৈব রসায়ন নিয়ে কাজ করতে আগ্রহী দিনহাটার পড়ুয়া। অবশেষে জার্মানের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে জৈব রসায়ন বিষয়ে গবেষণার সুযোগ পেলেন তিনি।

কী জানাচ্ছে পরিবার?

ছেলের এই কৃতিত্বে খুশি তাঁর পরিবারের সদস্যরা। সমীরণের বাবা পরিতোষ দেব পেশায় একজন ব্যবসায়ী, মা শম্পা দেব গৃহবধূ। সমীরণে বাবা জানিয়েছেন, ছেলের এই সাফল্যে তাঁদের গোটা পরিবার খুবই গর্বিত। আগামী দিনে গবেষণার পর আরও বড় কোনও কাজ করে ছেলে দেশের নাম উজ্জ্বল করুক এটাই চাইছেন তাঁরা।

Jalpaiguri DM: মা স্কুলে পা রাখেননি, মেয়ে IAS! সাফল্য রহস্য ফাঁস জলপাইগুড়ির জেলাশাসকের
কী বলছে সমীরণ?

সমীরণ জানান, জৈব রসায়ন নিয়ে গবেষণার জন্যেই তিনি ওই ইনস্টিটিউটে অনলাইনে আবেদন করেছিলেন। সারা বিশ্বের থেকে অন্যান্য ছাত্র ছাত্রীরা আবেদন করলেও সকলের মধ্যে থেকে তিনি গবেষণার সুযোগ ছিনিয়ে আনতে পেরেছেন। আগামী দিনে দেশে ফিরে কোনও বড় বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া এবং আরও বড় কোনও গবেষণা মূলক কাজ করার ইচ্ছা রয়েছে এই কৃতি পড়ুয়ার। তাঁর এই কৃতিত্বে খুশি দিনহাটা স্কুলের শিক্ষকরাও। আগামী দিনে নতুন প্রজন্মের পড়ুয়াদের সমীরণের এই সাফল্য অনেকটাই উজ্জীবিত বলে মনে করছেন তাঁরা। সমীরণ আগামী দিনে আরও এগিয়ে যাক, দেশের জন্য ভালো কোনও কাজ করুক এটাই চাইছেন প্রত্যেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *