Joynagar Incident: জয়নগর খুনে ব্যবহৃত বাইকের মালিককে নিয়ে নয়া তথ্য, তিন দিন পরেও অধরা বাকি অভিযুক্তরা – joynagar tmc leader murder case update still accused are absconded


জয়নগর খুনে নয়া মোড়। তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনে ব্যবহার করা হয়েছিল দোলুয়াখাঁকির এক যুবকের বাইক। তার নাম মফিজুল লস্কর। ঘটনার দিনেই বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। তৃণমূল নেতা খুনের পর থেকে পলাতক মফিজুল। তার সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোলুয়াখাঁকির লস্কর পাড়ার বহু বাসিন্দাই ঘটনার পর থেকেই পলাতক। এদিকে তাঁর পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতেই ছিলেন মফিজুল। তিনি কোনওভাবেই ঘটনার জায়গায় ছিলেন না।

অন্যদিকে, মঙ্গলবারের উত্তেজনার পর বুধবার খানিক শান্ত এলাকা। বেশ কয়েকজন ঘরছাড়াকে এদিন ঘরে ফেরানো হয়। তারা সকলেই CP(I)M সমর্থক। ঘটনার পর থেকে তারা আতঙ্কে বাড়িছাড়া ছিলেন। তাদের দক্ষিণ বারাসাত পার্টি অফিসে রাখা হয়েছিল বলে খবর। তাদের বাড়ির সমস্ত জিনিস লুঠপাট করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে বাড়িঘরও। দলের পক্ষ থেকে মঙ্গলবার সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, শমীক লাহিড়ীরা তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। সেই সমস্ত জিনিসপত্র নিয়েই তারা এদিন বাড়ি ফেরেন। তাদের বাড়ি ফেরাতে দক্ষিণ বারাসাত দলীয় পার্টি অফিসে আসেন কান্তি গাঙ্গুলি ও RSP নেতা সুভাষ নস্কর। যদিও গতকাল বাধা পাওয়ার পর এদিন তারা কেউই গ্রামে যাননি।

জানা গিয়েছে, স্থানীয় নেতৃত্ব ঘরছাড়াদের নিয়ে দোলুয়াখাঁকিতে গেলে তাদের ঢুকতে এদিনও বাধা দেয় পুলিশ। এরপর শুধুমাত্র গ্রামের বাসিন্দারাই বাড়িতে ফেরেন। মোট ৮টি পরিবার এদিন বাড়ি ফেরে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাদের সঙ্গে মহিলা সমিতির কয়েকজন কর্মী ছিলেন। বাড়ি ফিরলেও আতঙ্ক কাটছে না ঘরছাড়াদের। পুলিশের পক্ষ থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় অশান্তি এড়াতে পুলিশ পাহারা থাকবে এলাকায়। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান গ্রামে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না।

ঘটনার পর উত্তেজিত জনতা সাহাবুদ্দিনকে পিটিয়ে মারে। তার দেহ এদিন ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় ৫ জনকে সিসিটিভিতে দেখা গেলেও আরও বেশ কয়েকজন জড়িত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যারা সকলেই পলাতক। তাদের মোবাইল ফোনও বন্ধ। তাদের সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Joynagar TMC Leader Murder: জোড়া খুনে উত্তপ্ত জয়নগরে ঢুকতে বাধা সুজন-নওশাদকে, ঘটনার হাড়হিম করা CCTV-ফুটেজ প্রকাশ্যে
এদিকে এই ঘটনার প্রতিবাদে SUCI-এর পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। তাদের অভিযোগ রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অবিলম্বে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে। ঘটনায় দোষীদের গ্রেফতার করতে হবে এবং হামলার ঘটনায় যে সমস্ত গরীব মানুষের সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে বলে জানান এসইউসি আই নেত্রী সুজাতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *