Kolkata Police : আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে মারার অভিযোগ! প্রতিবাদে অবরোধ, কলেজ স্ট্রিটে ধুন্ধুমার – man allegedly killed at kolkata amherst street police station lock up


ফের থানায় পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাস্থল কলকাতার আমহার্স্ট থানা। মৃতের নাম অশোক কুমার সিং। প্রতিবাদে বিক্ষোভ পরিবারের লোকজনের। যার জেরে কার্যত অবরূদ্ধ কলেজ স্ট্রিট চত্বর। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে অশোক কুমার সিং একটি মোবাইল পেয়েছিলেন। সেই বিষয়েই বুধবার থানায় ডাকা হয়। অভিযোগ, সেটি নাকি চুরির মোবাইল ছিল। নিজের ভাইপোর স্ত্রীকে নিয়ে থানায় যান অশোক কুমার সিং। কিন্তু ওই মহিলা সন্তানসম্ভবা থাকায় তিনি থানার বাইরে ছিলেন। এরই মাঝে থানায় পৌঁছন অশোকের ভাইপো। তাঁর দাবি তিনি থানায় ঢুকে দেখেন, মেঝেতে তাঁর কাকা পড়ে রয়েছেন। মুখ থেকে গ্যাঁজলা ও রক্ত বের হচ্ছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। কলেজ স্ট্রিট এলাকায় অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পরিবারে অভিযোগ, থানায় পিটিয়ে খুন করা হয়েছে অশোক কুমার সিংকে। ঘটনার পর থানা ছেড়ে পুলিশ কর্মীরা পালিয়ে গিয়েছেন বলেও দাবি মৃতের পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে ঘটনায় যুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবি জানাচ্ছেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, পুলিশই যদি এই আচরণ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছেও সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে মৃতের পরিবার।

বিস্তারিত আসছে….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *