আগ্নেয়াস্ত্র দেখিয়ে আউশগ্রামের শিববাটি এলাকায় বর্ধমান বোলপুর রোডের NH 2-B জাতীয় সড়কের ভেদিয়া এলাকায় লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল গুসকরা বিট হাউসের পুলিশ। ধৃতদের নাম- ইব্রাহিম শেখ, বয়স ২৬ ও তুফান চৌধুরী, বয়স ২৫। তাদের বাড়ি কাটোয়ার রাজোয়া এলাকায়। বুধবার দুপুর ১টা নাগাদ অভিযুক্ত দুজনকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বর্ধমান আদালতে পেশ করা হলে অভিযুক্তদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২২ নভেম্বর ফের আদালতে পেশের নির্দেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের রঘুনাথপুর এলাকায় সুরজ শেখ নামের এক যুবকের লটারির টিকিট বিক্রির দোকান রয়েছে। সেখানে কাজ করতেন শাহজাহান শেখ নামের এক যুবক। ব্যবসার টাকা নিয়ে শাহজাহান মঙ্গলবার দুপুরে বাইকে চড়ে একটি ব্যাগে নগদ ৫ লাখ ১০ হাজার ৪৪০ টাকা এবং ৭ লাখ ৮ হাজার ৮০৫ টাকার একটি চেক নিয়ে গুসকরার একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন। সেই সময় এন এইচ 2B-র জাতীয় সড়কের ভেদিয়া এলাকার শিববাটির কাছে শাহজাহানের চলন্ত বাইকে লাথি মারে দুষ্কৃতীরা। শাহাজাহান মাটিতে লুটিয়ে পড়ে, এরপরই ওই দুই বাইক আরোহী দুষ্কৃতীরা শাহজাহানের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে এবং তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় থাকা ভিলেজ পুলিশকে সব জানায় শাহজাহান।
অবশেষে ওই ভিলেজ পুলিশের তৎপরতায় আউশগ্রামের বুধরো এলাকায় গিয়ে ছিনতাইকারীদের ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা ও চেক। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ব্যবহৃত বাইক, মোবাইল ফোন এবং হেলমেটটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে এই ছিনতাইয়ের ঘটনায় কারা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে।