জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) স্কিমের ১৫তম কিস্তির আপডেট এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই লক্ষ লক্ষ কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আনন্দ দিয়েছেন যারা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে তাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার সর্বশেষ কিস্তি বা ১৫তম কিস্তির অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ নভেম্বর ঝাড়খণ্ড সফরের সময় অ্যাকাউন্টে পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)-র অধীনে ৮ কোটিরও বেশি সুবিধাভোগীদের সরাসরি টাকা হস্তান্তর করে যোগ্য কৃষকদের কাছে প্রধানমন্ত্রী মোদী প্রায় ১৮,০০০ কোটি টাকার ১৫তম কিস্তি দিয়েছেন।
আরও পড়ুন: Bhai Dooj 2023 | Bhaiphota 2023: জেনে নিন ভাইফোঁটার শুভ সময় আর সুখে-সাফল্যে ভরিয়ে তুলুন ভাইয়ের জীবন
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ১৫তম কিস্তির অবস্থা দেখুন
PM KISAN এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ পোর্টাল দেখুন। সেখানে আপনি পেমেন্ট সাকসেস ট্যাবে ভারতের মানচিত্র দেখতে পাবেন। তার ডানদিকে, ‘ড্যাশবোর্ড’ নামে একটি হলুদ রঙের ট্যাব থাকবে। সেই ড্যাশবোর্ডে ক্লিক করুন। ক্লিক করার পরে, আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। গ্রাম ড্যাশবোর্ড ট্যাবে, আপনাকে আপনার সম্পূর্ণ বিবরণ পূরণ করতে হবে। রাজ্য, জেলা, উপ-জেলা এবং পঞ্চায়েত নির্বাচন করুন এবং তারপর শো বাটনে ক্লিক করুন। এর পরে আপনি আপনার বিবরণ চয়ন করতে পারেন। এরপরে ‘রিপোর্ট পান’ বোতামে ক্লিক করুন। এরপরে আপনি সুবিধাভোগীর তালিকায় আপনার নাম দেখতে পারেন।
PM Kisan Samman Nidhi, A lifeline for Farmers!
PM Kisan provides small and marginal farmers with financial assistance via Direct Benefit Transfer (DBT) to their bank accounts.#PMKisan #PMKisan15thInstalment pic.twitter.com/rLOjWlgqS6
— Agriculture INDIA (@AgriGoI) November 15, 2023
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের বিশদ বিবরণ
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) স্কিম, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিল। এর লক্ষ্য হল সারা দেশে চাষযোগ্য জমি সহ সমস্ত জমির মালিক কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা। প্রকল্পের অধীনে, প্রতি বছর মোট ৬০০০ টাকাকে ২০০০ টাকার তিনটি মাসিক কিস্তিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়।
PM-KISAN স্কিমের অধীনে কারা সুবিধা পাওয়ার যোগ্য?
সমস্ত জমির মালিক কৃষক পরিবার, যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য।
আরও পড়ুন: Air purifier: বাড়িতে এয়ার পিউরিফায়ার লাগিয়েছেন? জেনে নিন, বিদ্যুৎ কতটা খরচ হতে পারে…
PM-KISAN স্কিম থেকে কারা বাদ পড়েছেন?
PM-KISAN থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন প্রাতিষ্ঠানিক জমির মালিক, সাংবিধানিক পদে অধিষ্ঠিত কৃষক পরিবার, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের পাশাপাশি পাবলিক সেক্টর আনডিটেকিং এবং সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইনজীবীদের মতো পেশাজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা যাদের মাসিক ১০,০০০ টাকার বেশি পেনশন রয়েছে এবং যারা গত মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছেন তারাও এই সুবিধাগুলির জন্য যোগ্য নন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)