রিলস বানাতে গিয়ে চারতলা থেকে পড়ে গেলেন তরুণী! তারপর… woman injured in a accident while making reels on roof at Birati


মৈত্রেয়ী ভট্টাচার্য: রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা। কীভাবে? চারতলা থেকে পড়ে গিয়ে দুই পা ভাঙল তরুণীর! শুধু তাই নয়, পা বাদ দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। আপৎকালীন অস্ত্রোপচার করে কোনওমতে পা বাঁচালেন চিকিৎসকরা।

আরও পড়ুন:  Justice Abhijit Ganguly: ‘আইভরি টাওয়ারে বসে বিচার করলে চলবে না, গরিবের কথা ভাবতে হবে!’

জানা গিয়েছে,  ওই তরুণীর নাম তনিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। বাড়ি, উত্তর ২৪ পরগনার বিরাটিতে। আজ, বৃহস্পতিবার দুপুরে বাড়ির চারতলা ছাদে ওঠে রিলস বানাচ্ছিলেন তিনি। তারপর? অসাবধানতাবশত নিচে পড়ে যান বছর সাতাশের ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় আরজিকর হাসপাতালে। 

হাসপাতাল সূত্রে খবর, দুই পায়ের হাড় কার্যত গুঁড়ো হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে পা বাদ দিতে হতে পারে বলে আশঙ্কা করেছিলেন চিকিৎসকরা। শেষপর্যন্ত আপৎকালীন অস্ত্রোপচার করে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে আরও বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হবে। আরজি করের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি তনিষ্ঠা।

আরও পড়ুন:  Kolkata High Court: থানার ভিতর ২ মিনিট কী ঘটে? আমহার্স্টস্ট্রিট কাণ্ডে সিসিটিভি ফুটেজ চেয়ে হাইকোর্টে মৃতের পরিবার!

কীভাবে দুর্ঘটনা? হাসপাতালে বেডে শুয়ে তনিষ্ঠা বলেন, ‘ভিডিয়ো করছি। এদিক-ওদিক সেদিক যাচ্ছি,  রিলস বানাচ্ছি। পিছনে যে চলে এসেছি অনেকটা। খেয়াল করিনি’। তিনি জানান, ‘যেখান থেকে পড়েছি, ওদিকে ছাদের পাঁচিল একটু নিচু ছিল আর কী! পুরো পাঁচিলটাই কোমর থেকে একটু নিচু। ওদিকেরটা আর একটু নিচু ছিল। এসি লাগানোর জায়গা ছিল তো। কোমরটা হয়তো পিছলে গিয়েছে বা জুতোটা পিছলে গিয়েছে। ওই সময়ের কথা সেভাবে আর মনে নেই’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *